ঋণ করে ভিসা কেনা এবং ওমান গিয়ে কাজের ব্যবস্থা না হওয়ায় মানসিক চাপ বাড়ছে প্রবাসীদের। একইসাথে পরিবার থেকে টাকা পাঠানোর চাপ এবং ঋণ পরিশোধের এই দুশ্চিন্তায় গত পাঁচ মাসে ওমানে অন্তত ৮ জন বাংলাদেশি আত্মহত্যা করেছেন।
এসব ঘটনায় বিদেশ গমনে যথাযথ প্রস্তুতি না থাকা এবং দালালদের খপ্পড়ে পড়াকে দায়ী করছেন সংশ্লিষ্টরা।
তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সময়ে বিভিন্ন কারণে ওমানে মারা গেছেন ২০৮ জন বাংলাদেশি। এর মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৭১ জন, সড়ক ও ওয়ার্ক সাইট দুর্ঘটনায় ৪৭ জন এবং আত্মহত্যায় ৮ জনের প্রাণহানি ঘটেছে। বাকিদের মৃত্যু হয়েছে স্বাভাবিক কারণে।
সংশ্লিষ্টরা এসব মৃত্যুর কারণ হিসেবে টাকা উপার্জনে মানসিক চাপ, অতিরিক্ত পরিশ্রম, অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস এবং দীর্ঘদিন স্বজনদের কাছ থেকে বিচ্ছিন্ন থাকাকে দায়ী করে আসছেন।
গত পাঁচ মাসে সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছে জানুয়ারি মাসে। এছাড়া ফেব্রুয়ারিতে ৪০ জন, মার্চে ৩৭ জন এবং সর্বশেষ মাস এপ্রিলে ৪৪ জন প্রবাসীর মৃত্যু হয়।
এরমধ্যে আলাদা করে আশঙ্কা বাড়াচ্ছে প্রবাসীদের আত্মহত্যার ঘটনা। প্রবাসী শ্রমিকদের নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, গত চার বছরে যত প্রবাসীর লাশ এসেছে, তাদের ৮০ শতাংশ ক্ষেত্রেই মৃত্যু হয়েছে আকস্মিকভাবে।
তাই অবৈধ অভিবাসন বন্ধ হওয়াসহ প্রবাসীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়ানো উচিৎ বলে মনে করেন তারা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post