দেশের অর্থনৈতিক চাকা সচল করতে ও নিজ ভাগ্য ফেরাতে সৌদি আরব পাড়ি জমান বাবা-মায়ের একমাত্র সন্তান শাহজালাল নাঈম (২২)। কিন্তু ৩ মাস যেতে হটাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করলেন।
মৃত শাহজালাল নাঈম নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নলুয়াগ্রামের শাহ আলমের সন্তান ।
শনিবার (২৫ মে) সৌদি আরব সময় সন্ধ্যা ৬টায় জেদ্দায় কর্মস্থল থেকে ফেরার পথে বুকে ব্যথা অনুভব করেন নাঈম। সহকর্মীরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকের পরিক্ষায় সে স্ট্রোক করেছে বলে তাৎক্ষণিক রিপোর্টে ধরা পড়ে।
তথ্যে আরও জানা যায়, শাহজালাল নাঈম মাত্র ১৯ বছর বয়স সৌদি আরব পাড়ি জমান। বিদেশে যেতে বয়স বাড়িয়ে দেওয়া হয়। বাবা-মায়ের অনেক স্বপ্ন ছিল একমাত্র ছেলেকে নিয়ে। কথা ছিল ছেলে বিদেশ যাবে। টাকা উপার্জন করে বাবা-মা, পরিবারকে সুখে রাখবে। সংসারের স্বচ্ছলতা ফিরিয়ে আনবে, অভাবগুলো দূর করবে।
শাহজালাল নাঈমের মৃত্যুতে স্থানীয় প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post