ওমান প্রবাসীদের বহুল প্রত্যাশিত আউটপাশ বা সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসেই। ৩১ ডিসেম্বর রাত ১২ টা নাগাদ সুযোগ রয়েছে প্রবাসীদের। এই সময়সীমার মধ্যে অবৈধ প্রবাসীরা অনলাইনে রেজিস্ট্রেশন করলে কোনো ধরনের জরিমানা ছাড়াই নিজ দেশে যাওয়ার সুযোগ পাবেন দেশটিতে দীর্ঘদিন যাবত অবৈধ থাকা প্রবাসীরা।
এদিকে যেসব প্রবাসীদের পাসপোর্ট অথবা পতাকা নেই, এমন প্রবাসীরা আপাতত আউটপাশ নিয়ে দেশে ফেরার সুযোগ পাচ্ছেন না বলে জানাগেছে সূত্রে। ওমানের শ্রম মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী যেসব প্রবাসী বৈধভাবে ওমান প্রবেশের পর নানা কারণে অবৈধ হয়েছেন, শুধুমাত্র তারা ই এই সময়ে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করে জরিমানা ব্যতীত নিজ দেশে ফেরত যেতে পারবেন।
তবে যেসব প্রবাসী দুবাই অথবা ইরান দিয়ে অবৈধভাবে ওমান প্রবেশ করেছেন, আপাতত তাদের ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত নেয়নি ওমান সরকার। বিশ্বস্ত সূত্রে জানাগেছে, খুব শীঘ্রই এইসব প্রবাসী এবং পতাকা পাসপোর্টহীন প্রবাসীদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিবে ওমান সরকার।
আরো পড়ুনঃ করোনার নতুন ধরন শনাক্তে গোটা বিশ্বে আতঙ্ক
এ ব্যাপারে ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষথেকে ওমান সরকারের সাথে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানাগেছে সূত্রে। এ দিকে যেসব প্রবাসী আউটপাশের জন্য আবেদন করে দেশে আসার সকল প্রস্তুতি সম্পন্ন করেও এখন আবার দেশটিতে বৈধ হয়ে কাজ করতে চাচ্ছেন, তারা তাদের স্পন্সরের পক্ষথেকে একটা চিঠি নিয়ে স্পন্সর সহ ওমানের লেবার কোর্টে যেয়ে রেজিস্ট্রেশন বাতিল করতে পারবেন।
চলতি মাসে ওমানে আউটপাশের রেজিস্ট্রেশনের সময়সীমা শেষ হলেও প্রবাসীরা আগামী ফেব্রুয়ারি মাস নাগাদ ওমান ত্যাগের সময় পাবেন প্রবাসীরা এমন তথ্য জানাগেছে বিশ্বস্ত সূত্রে।
ফেব্রুয়ারি নাগাদ ওমান ত্যাগের সুযোগ থাকলেও প্রবাসীদের চলতি মাসের মধ্যেই অনলাইনে আউটপাশের জন্য আবেদন করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। অন্যথায় পরবর্তীতে মোটা অংকের জরিমানা সহ নানা ধরনের ঝামেলার মুখোমুখি হওয়ার আশংকা রয়েছে বলে জানিয়েছেন ওমানের বিশিষ্ট প্রবাসীরা।
আরো পড়ুনঃ করোনা মোকাবেলায় ওমানের থেকেও এগিয়ে বাংলাদেশ
চলতি বছরে ওমান সরকার ঘোষিত সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে দেশে ফেরার তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশীরা। প্রায় ৬০ হাজার প্রবাসী আউটপাশ নিয়ে দেশে ফিরবেন বলে জানাগেছে বিভিন্ন সূত্রে।
ওমানের শ্রম মন্ত্রণালয়ের সূত্রে জানাগেছে, ইতিমধ্যেই ওমান থেকে দেশে ফিরতে প্রায় পঞ্চাশ হাজার প্রবাসী আবেদন করেছেন। এদিকে প্রবাসীদের ওমান ছাড়ার এই সুজোগ কাজে লাগিয়ে প্রতিযোগিতা মূলক টিকিটের মূল্য বাড়াচ্ছে এয়ারলাইন্স প্রতিষ্ঠান গুলো। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ওমান প্রবাসীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post