চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার দুপুর ১২ থেকে রাত ৮টা পর্যন্ত সব ধরনের বিমান উড্ডয়ন অবতরণ বন্ধ ঘোষণা করা হয়েছে ।
আবহাওয়া অধিদফতর চট্টগ্রামে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলায় সকালে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিকভাবে রাত আটটা পর্যন্ত এ ঘোষণা বহাল থাকবে বলে জানিয়েছেন বিমান বন্দরের কর্মকর্তারা।
বিমানবন্দরের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘূর্ণিঝড়ের ক্ষতি কমাতে বিমানবন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এর আগে কলকাতা ও কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছিল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post