ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলী বউইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে চলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
আগামী বৃহস্পতিবার ওমানে এই সাক্ষাৎ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানা গেছে, ওমানে বাংলাদেশিদের ভিসা চালুর বিষয়ে এই সময়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।
এর আগে, শুক্রবার সকালে মধ্যপ্রাচের শ্রমবাজার সম্প্রসারণ ও সাময়িক সমস্যা সমাধানের উদ্দেশ্যে ৭ দিনের আমিরাত, কাতার ও ওমান সফরে যাত্রা করেন প্রতিমন্ত্রী।
সফরে দুবাইয়ে বেশ কয়েকটি পৃথক সভা ও বৈঠকের পাশাপাশি কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে সভা করার কথা রয়েছে তার।
সোমবার কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ এবং বৃহস্পতিবার ওমানের শ্রমমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রতিমন্ত্রী। এছাড়াও তিনি ওমানে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে সভায় মিলিত হবেন বলেও আশা করা হচ্ছে।
সফর সঙ্গী হিসেবে রয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম ও প্রতিমন্ত্রীর একান্ত সচিব মামুনুর রহমান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post