দক্ষিণপূর্ব এশিয়ার একটি দেশ মালয়েশিয়া। যেখানে লাখ লাখ প্রবাসী বাংলাদেশী চাকরি করেন এর মধ্যে অনেকে আছেন অবৈধ। যারা অবৈধভাবে মালয়েশিয়ায় আছেন তারা পুলিশের ধরপাকড়ের শিকার হচ্ছেন।
জানা গেছে, মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে মালায় ইমিগ্রেশন পুলিশ। দেশটির জোহর রাজ্যের বিভিন্ন জেলায় একযোগে তিন দিনের অভিযান চালায় ইমিগ্রেশন বিভাগ। এতে আটক করা হয় ৮৬ জন অভিবাসীকে।
গত ২০ মে থেকে ২২ মে পর্যন্ত জোহর জুড়ে চলে এ বিশাল অভিযান। পুলিশ ও ইমিগ্রেশন বিভাগ যৌথভাবে দেশটির সর্বত্র এই অভিযান চালায়। তবে বেশি অভিযান পরিচালিত হয়েছে জোহর রাজ্যে।
গতকাল বুধবার (২২ মে) জোহর রাজ্য অভিবাসনের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জল বিন শামসুদ্দীন জানান, জোহর রাজ্য ও মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের অফিসারদের একটি দলের সাথে বাতু পাহাত শাখা এনফোর্সমেন্ট ইউনিট এবং সেগামাত শাখা এনফোর্সমেন্ট ইউনিট ৪২টি স্থানে অভিযান পরিচালনা করে।
আমাদের কাছে বৈধ পাস নেই এবং পারমিট ছাড়া কাজ করছে এমন বিদেশিদের বিষয়ে অভিযোগ ছিল। সেই তথ্যের ভিত্তিতে রাজ্যের হটস্পট এলাকায় অভিযান চালায় ইমিগ্রেশন বিভাগ।
জোহর রাজ্যে আটককৃতদের মধ্যে রয়েছে ইন্দোনেশিয়ার ৩১, মিয়ানমারের ২২, বাংলাদেশের ৯, পাকিস্তানের ৪ ও ভারতের ১ জন।
এদিকে, বাতু পাহাত জেলায় আটককৃতদের মধ্যে রয়েছে ২০ থেকে ৪৫ বছর বয়সী ১৪ জন বাংলাদেশি। আরেক শহর সেগামাতে আটককৃতদের মধ্যে আছে ৩ ইন্দোনেশিয়ান এবং ২ জন পাকিস্তানি।
আটককৃতদের দেশটির ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫) এর ধারা ৬(১)(সি) এর অধীনে মালয়েশিয়ায় বৈধ পাসপোর্ট বা পারমিট না থাকার অপরাধে অভিযুক্ত করা হয়েছে।
এর আগে, যদিও আটককৃত দুই স্থানীয় নাগরিক বিদেশীদের সুরক্ষার জন্য অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫) এর ধারা ৫৬(১)(ডি) এর অধীনে অপরাধ করেছে। আটককৃতদের তদন্ত এবং পরবর্তী পদক্ষেপের জন্য সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post