মধ্যপ্রাচ্যের দেশ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবিতে যুক্তরাজ্যে বিক্ষোভ করেছে ব্রিটিশ প্রবাসী বাংলাদেশিরা।
গত শনিবার সকালে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে এবং একইদিন দুপুরে লন্ডনের বিবিসি অফিসের সামনে থেকে ১০ ডাউনিং স্ট্রিট পর্যন্ত এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
‘বেংগলিজ ফর প্যালেস্টাইন’ সংগঠনের ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশ থেকে প্রবাসীরা ‘জাস্টিজ ফর প্যালেস্টাইন’ স্লোগান দেন।
এ সময় বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন আয়োজক সংগঠনের সভাপতি নুরুউদ্দিন আহমেদ, সংগঠনের সাধারণ সম্পাদক আনসার আহমেদ উল্লাহ, রাজনউদ্দিন জালাল, আকিক রহমান, রফিক উল্লাহ, শেখ নুর, সাইফুল আলম, ফারুক খান, সৈয়দ গুলাব আলী, এনাম হক, রফিক উদ্দিন, জুয়েল রাজ, শাহেদ রহমান, ফয়জুল আহমেদ সেলিম ও খলিল রহমান।
এর আগে, গত শুক্রবার বিকেলে যুক্তরাজ্যের কুইনমেরি বিশ্ববিদ্যালয় কুইনস ব্লিডিংয়ের গেইটের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন প্রবাসীরা। এছাড়া অক্সফোর্ড ও কেমব্রিজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁবু টানিয়ে বিক্ষোভ করেছে।
এ সময় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে ইউরোপের কয়েকটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিক্ষোভরত শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে এটি অন্যতম একটি দাবি ছিল।
এদিকে, ইতোমধ্যে লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন কয়েকশ শিক্ষার্থী। বিক্ষোভরত শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একগুচ্ছ দাবি উত্থাপন করা হয়।
ইসরায়েলকে সব ধরনের অর্থায়ন বন্ধ, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন, বিশ্ববিদ্যালয়ের বিনিয়োগ নীতি সংস্কার, ইসরায়েলকে বর্জন এবং গাজায় শিক্ষাপ্রতিষ্ঠান পুনর্নির্মাণসহ এতে বেশ কিছু দাবি রয়েছে।
এদিকে, অক্সফোর্ডের মিউজিয়াম অব ন্যাচারাল হিস্টোরি ও কেমব্রিজের কিংস কলেজের সামনে তাঁবু টানিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ‘গাজায় গণহত্যা থামাও’, ‘ইসরায়েলকে সহযোগিতা বন্ধ করো’ শিক্ষার্থীদের হাতে এমন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ও ফিলিস্তিনের পতাকা দেখা যায়।
এসময় বিক্ষোভকারীদের কারও কারও মাথায় ছিল ঐতিহ্যবাহী ‘কেফায়া’। ‘অক্সফোর্ড অ্যাকশন ফর ফিলিস্তিন’ ও ‘কেমব্রিজ ফর ফিলিস্তিন’ নামে দুটি সংগঠন এক যৌথ বিবৃতিতে ইসরায়েল সরকারকে আর্থিক ও নৈতিক সমর্থন দেওয়া বন্ধ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান শিক্ষার্থীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post