হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬৩ বছর বয়সে নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।
গত রোববার (১৯ মে) ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে রাইসিসহ দেশটির পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য কর্মকর্তাদের অপ্রত্যাশিত মৃত্যু হয়েছে।
ইতোমধ্যে এ নিয়ে দেশটিতে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। তবে প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে ইরানের ভেতরেই আতশবাজি ফুটিয়ে উদযাপনের খবর পাওয়া গেছে।
"Let's celebrate the good news of Ebrahim Raisi's chopper crash," a Tehran resident is heard saying in a video he sent to @IranIntl.pic.twitter.com/030e51bONv
— Iran International English (@IranIntl_En) May 19, 2024
ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানায়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে একসময় ইব্রাহিম রাইসি নৃশংসতা চালিয়েছেন।
রাইসি ১৯৮৮ সালে ইরানের রাজনৈতিক বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর ও পরমাণু অস্ত্র তৈরিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে গুরুত্বপূর্ণ ভূমিকাও রেখেছিলেন। আর এ কারণেই ‘তেহরানের কসাই’ হিসেবে পরিচিতি লাভ করেন রাইসি।
প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে দেশটিতে আতশবাজি জ্বালিয়ে যারা উদযাপন করেছেন তাদের মধ্যে অন্যতম মিনু মাজিদির মেয়েরা।
এর কারন হিসেবে জানা যায়, গত ২০২২ সালের সেপ্টেম্বরে মাহসা আমিনীর মৃত্যু ঘিরে প্রতিবাদ দমনে দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে যারা নির্যাতিত ছিলেন; তাদের মধ্যে মিনু মাজিদি একজন ; রাইসির মৃত্যুতে তারাও সামাজিক যোগাযোগমাধ্যমে উদযাপন করে ভিডিও পোস্ট করেন।
Iranian Women are celebrating Ebrahim Raisi helicopter crash as World Helicopter Day ???? The daughters of Minoo Majidi, who was murdered by the regime in Iran two years ago shared their reaction to Ebrahim Raisi's helicopter crash ????SOUND ON #EbrahimRaisi #Iran #WorldHelicopterDay pic.twitter.com/e7KMnyoSlh
— Rosy (@rose_k01) May 19, 2024
এদিকে, তাদের উদযাপনের পরেই দুই ইরানি নারী মারসেদেহ শাহিনকার ও সিমা মোরাদবেগি, নেচে-গেয়ে এবং হাসি দিয়ে রাইসির মৃত্যুর সংবাদে তারা তাদের প্রতিক্রিয়া জানান।
এছাড়াও রাইসির মৃত্যু ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আতশবাজি ফুটিয়ে উদযাপনের বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে এসব ভিডিও- এর সত্যতা যাচাই করা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এর আগে ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট রাইসির বিমান দুর্ঘটনার খবর শুনেই অনেকে উদযাপন শুরু করে। এ নিয়ে তেহরানের এক বাসিন্দা তাদের কাছে ভিডিও পাঠিয়েছে।
ভিডিওটিতে বলা হয়েছে, আসুন রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার সুসংবাদ উদযাপন করি। এ ছাড়া আরও অনেক ভিডিওতে প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার খবরে উল্লাস করতে দেখা গেছে।
⚡ BREAKING: Iranian diaspora all across the world are taking to the streets, dancing and celebrating the potential death of the puppet president of the Islamic Republic regime Ebrahim Raisi in a helicopter crash. This video belongs to London in front of Iran's occupied embassy. pic.twitter.com/XQ6ujoSP47
— Shayan X (@ShayanX0) May 19, 2024
এদিকে এক ব্যবহারী এক্সে বলেন, আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এটি এমন এক দুর্ঘটনা যেখানে কেউ বেঁচে গেলে মানুষ চিন্তায় পড়বেন। হ্যাপি ওয়ার্ল্ড হেলিকপ্টার ডে। অন্যদিকে প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় লন্ডনে ইরানি প্রবাসীরাও উল্লাস প্রকাশ করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post