ওমানে মহামারী করোনায় আজ আক্রান্তের চেয়ে প্রায় ৩ গুন বেশি রোগী সুস্থ হয়েছেন। বুধবার (২৩-ডিসেম্বর) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্তের সংখ্যা ৯৩ জন এবং সুস্থের সংখ্যা ২৩৩ জন।
গতকালের তুলনায় আজ আক্রান্ত কমেছে ১১৯ জন। এখন পর্যন্ত সর্বমোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ২৩৬ জন। আজ নতুন ১জনের মৃত সহ মোট মৃতের সংখ্যা ১ হাজার ৪৯১ জন।
অপরদিকে দেশটিতে নতুন ২৩৩ জন সুস্থ সহ সর্বমোট সুস্থের সংখ্যা ১ লাখ ২০ হাজার ১৭৮ জন। যা মোট আক্রান্তের ৯৩.৭ শতাংশ রোগী এখন সুস্থ। গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮ জন।
এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৭৭ জন। যাদের মধ্যে আশংকাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউতে) রয়েছেন ৩৬ জন।
এদিকে বাংলাদেশে আজ প্রায় দ্বিগুণ বেড়েছে করোনায় মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩০ জনের মৃত হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৩৫৯। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৩৬৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ৪ হাজার ৮৬৮ জন।
বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ২ হাজার ৪১৬ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৪৪ হাজার ৩৪৫ জন।
আরো পড়ুনঃ ফের বন্ধ হতে পারে দেশের সব আন্তর্জাতিক ফ্লাইট
এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার বিকেল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন সাত কোটি ৮৩ লাখ ৬০ হাজার ৭৬৮ জন এবং মৃত্যু হয়েছে ১৭ লাখ ২৩ হাজার ৭৭১ জনের। সুস্থ হয়েছেন ৫ কোটি ৫১ লাখ ২১ হাজার ৯৮২ জন।
https://www.youtube.com/watch?v=0G3QvdcdJ_4&t=1s
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post