দুর্ঘটনার শিকার ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারের ড্রোন ফুটেজ প্রকাশ করা হয়েছে।
আজ সোমবার (২০ মে) ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বিধ্বস্ত হেলিকপ্টারের ছবি ও ভিডিও শেয়ার করা হয়, এতে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে।
এর আগে, রেড ক্রিসেন্টের তোলা ওই ভিডিও ফুটেজে, পাহাড়ের উপর ঝলসে যাওয়া মাটির বড় অংশের পাশে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে।
The first footage of the presidential helicopter as seen on a drone screen. Nothing is left but the tail. pic.twitter.com/p6fLksA6ce
— Ali Hashem علي هاشم (@alihashem_tv) May 20, 2024
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরআইএনএন জানিয়েছে, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির দুর্ঘটনাস্থলে ‘কোনো জীবিত ব্যক্তিকে’খুঁজে পাওয়া যায়নি।
এর আগে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সঙ্গীদের নিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে খুঁজে পেয়েছে উদ্ধারকারী দল।
ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির (আইআরসিএস) প্রধান পীর-হোসেন কৌলিভান্দ সোমবার সকালে টেলিভিশনে এই তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল রোববারের হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় কারো বেঁচে থাকার চিহ্ন নেই।
গতকাল (রোববার) আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় একটি বাঁধ উদ্বোধন শেষে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা অন্য সরকারী কর্মকর্তারা।
পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে এসে পৌঁছায়।
উল্লেখ্য, বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারে প্রেসিডেন্ট রাইসি ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রাহমাতিসহ ৯ জন উর্ধ্বতন কর্মকর্তা ছিলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post