সৌদি আরবে বাস দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। দেশটির উমলুস এবং আল ওয়াজ প্রদেশের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিল সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বাস দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। সৌদি সিভিল ডিফেন্স উদ্ধার অভিযান চালাচ্ছে।
বাসটিতে আরোহী যাত্রীদের সবাই সৌদি আরবের নাগরিক বলে জানা গেছে।
কীভাবে বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে সে সম্পর্কে কর্তৃপক্ষ কিছু জানায়নি। তবে বাস দুর্ঘটনার কারণ জানতে তারা তদন্তের কথা জানিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post