যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন সংক্রমণ দেখা দেয়ায় মধ্যপ্রাচ্যে ফের কড়াকড়ি আরোপ করা হচ্ছে। ইতিমধ্যেই জনসমাগমের উপর ফের কঠোরতা আরোপ করেছে মধ্যপ্রাচ্যের অনেক দেশ।
ওমানেও বন্ধ করে দেওয়া হয়েছে আন্তর্জাতিক সকল ফ্লাইট। তবে এখনো ওমানে লকডাউনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আহমেদ আল সাইদী।
সোমবার রাতে ওমান টিভির এক সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, যুক্তরাজ্যে স্ট্রেন নামে করোনাভাইরাসের নতুন যে রূপ দেখা দিয়েছে সেটি এখন পর্যন্ত খুব বিপজ্জনক হিসেবে প্রমাণিত হয়নি।
মন্ত্রী আরো বলেন, দেশটির সুপ্রিম কমিটি করোনা মহামারী প্রতিরোধে সাধারণ নাগরিককে যে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেছে, সেই স্বাস্থ্যবিধি নিয়মিত অনুসরণ করলে করোনা মহামারির হাত থেকে বেঁচে থাকা সম্ভব। এছাড়াও নিয়মিত মাস্ক পরলে ও সামাজিক দূরত্ব মেনে চললে করোনা হওয়ার সম্ভাবনা কম রয়েছে বলেও জানান মন্ত্রী।
নতুন কোভিড স্ট্রেনের প্রেক্ষিতে মঙ্গলবার থেকে এক সপ্তাহের জন্য ওমানের জল, স্থল ও আকাশপথ বন্ধ করে দেওয়া হলেও আপাতত লকডাউনের কোনো পরিকল্পনা নেই বলে জানান তিনি।
আরো পড়ুনঃ জানুয়ারি থেকে ওমানে বাড়বে বিদ্যুৎ ও পানির দাম
এদিকে আন্তর্জাতিক সকল ফ্লাইট বন্ধ করলেও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছে ওমানের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। মাস্কাট বিমানবন্দর থেকে সকল আন্তর্জাতিক রুটের ফ্লাইট বন্ধ ঘোষণা করায় ২২ ডিসেম্বর থেকে আগামী এক সপ্তাহের জন্য এই রুটের বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে দেশটির জাতীয় পাবলিক বাস পরিবহণ কোম্পানি মাওয়াসালাত।
প্রতিষ্ঠানটির পক্ষথেকে এক বিবৃতিতে জানানো হয়, করোনা মোকাবেলায় ওমান সুপ্রিম কমিটির নির্দেশনার ভিত্তিতে আজ (মঙ্গলবার) থেকে আগামী এক সপ্তাহ রুই থেকে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে মোবেলা রুটের বাস চলাচল বন্ধ থাকবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post