যুক্তরাজ্যে করোনার নতুন ধরন শনাক্তের পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। এই অবস্থায় গত রোববার থেকেই ব্রিটেনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ঘোষণা করে সৌদি ওমান সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশ।
এদিকে করোনার ভয়াবহতায় ধুঁকছে যুক্তরাজ্যসহ পুরো ইউরোপ। তার মধ্যে মরার উপর খাঁড়ার ঘা হয়ে এসছে নতুন ধরনের কোভিড ভাইরাস VUI 202012/01। যে ভাইরাস ক্ষণে ক্ষণে রূপ বদল করতে পারে জন্ম দিতে পারে নতুন ভাইরাসের।
নতুন ধরনের এই কোভিড ভাইরাস ৭০ শতাংশ সংক্রামক বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। নতুন এই ভাইরাসে ডেনমার্কে ৯ জন, ইতালি, নেদারল্যান্ডস, বেলজিয়ামে আরো বেশ কয়েকজন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইইউ।
তাই বন্ধ করে দেওয়া হয়েছে যুক্তরাজ্যের সঙ্গে সব রকমের বিমান ও স্থল যোগাযোগ। বিশেষ করে পণ্যপরিবহনে ফ্রান্সের সঙ্গে লাগোয়া দেশটির বর্ডারও বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। জার্মানিতে এখনো এই নতুন ভাইরাসের কেউ আক্রান্ত না হলেও আতঙ্কিত সাধারণ মানুষ।
করোনা ভাইরাসের টিকা নতুন এ ভাইরাসের বিরুদ্ধে কতটা কার্যকর হবে তা চিন্তিত সবাই। তাই বাঁচতে হলে মাস্ক পরতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে এবং সবার সঙ্গে যোগাযোগ কমিয়ে দিতে হবে। এ ছাড়া আর কোনো উপায় নেই বলে জানিয়েছেন চিকিৎসা বিজ্ঞানীরা।
আরো পড়ুনঃ জানুয়ারি থেকে ওমানে বাড়বে বিদ্যুৎ ও পানির দাম
এই অবস্থায় সাধারণ অনেকই নতুন ধরনের এই ভাইরাসের গতিবিধি পর্যবেক্ষণের মত দেন। বলেন, এই মুহূর্তে ইইউ থেকে ব্রিটেনকে বিচ্ছিন্নের সিদ্ধান্ত সঠিক। একজন জানান, যুক্তরাজ্যে উৎপত্তি হওয়া ভয়ংকর রূপবদল করা কোভিডের কথা শুনেছি। তবে এখনও বোঝা যাচ্ছে না, এটা কতটা ভয়ংকর। তবে যুক্তরাজ্যের সঙ্গে আকাশ ও স্থল যোগাযোগ বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানাই।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post