দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে সড়কে বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছে। পার্বত্য আয়াকুচো এলাকায় মঙ্গলবার একটি বাস রাস্তা থেকে উল্টে ঢালে পড়লে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
সড়কে বাসটি ৪০ জনেরও বেশি যাত্রী নিয়ে লিমা থেকে আয়াকুচো যাচ্ছিল। পেরুর স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এদিকে, আয়াকুচোর কর্মকর্তা উইবার ভেগা সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত ১৩টি লাশ উদ্ধার করা গেছে আরো তিনটি লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।
উদ্ধারকর্মীরা জানিয়েছে, শিলাবৃষ্টিসহ খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত সৃষ্টি হচ্ছে। পেরুতে প্রায়ই সড়কে অব্যবস্থাপনাসহ অন্যান্য কারণে এ ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে।
এর আগে, পেরুতে ২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় মোট ৩ হাজার ১৩৮ জন নিহত হয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post