সৌদি আরবের এক যুবক তার নিজ বাড়ির গৃহকর্মীর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ইন্দোনেশিয়ায় গেছেন।
দীর্ঘ সময় ধরে ইন্দোনেশিয়ান তরুণী মিরি নামের গৃহর্কমী তার বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করেছেন। মিরি সৌদির ওই যুবককে ছোটবেলা থেকে বড় করার পাশাপাশি তার মায়েরও সেবাযত্ন করতেন।
সৌদির ওই যুবক রিয়াদ আল আত্তিয়া তার বাড়ির গৃহকর্মী মিরির বিয়ের অনুষ্ঠানে সৌদি আরবের ঐতিহ্যবাহী পোশাক বিস্ত পরে যোগ দেন। এরপর রিয়াদ মিরির হাত ধরে বিয়ের মঞ্চে নিয়ে যান।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মিরিকে তার স্বামীর হাতে তুলে দিচ্ছেন রিয়াদ আল আত্তিয়া। তখন মিরি রিয়াদের হাতে চুমু দেন এবং রিয়াদও মিরিকে একটি ফুলের তোড়া উপহার দেন।
لاقى تقديرًا واسعًا :
شاب سعودي يزف اندنوسية الى زوجها .. كانت في ما مضى ، تساعد اهله في البيت بالسعودية مدة 30 سنة pic.twitter.com/pMG2tQ8u08— هيئة المشاهير (@Celebrty_0) May 12, 2024
রিয়াদ গৃহকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমার সঙ্গে মিরির সম্পর্ক সাধারণের চেয়ে অনেক বেশি। বিষয়টি হলো আমার জীবনে মিরির যে অবদান রয়েছে সেটিকে স্বীকার করে নেওয়া।
মিরি আমাকে ছোট থেকে বড় করেছে সাথে আমার মায়ের সেবা যত্নও নিয়েছেন তিনি। আমার পরিবার মিরির কাছে ঋণী। মিরিকে খুশি করতে একটু চেষ্টা করা; যেভাবে সে আমাদের পরিবারে খুশি আনন্দ এনেছিল।”
এর আগে, সৌদি মালিক শুধু যে তার গৃহকর্মী মিরির বিয়েতে অংশগ্রহন করেছেন তা নয়, উপহার হিসেবে মিরিকে স্বর্ণালঙ্কার এবং ১০ হাজার রিয়ালও দিয়েছেন।
এদিকে রিয়াদ জানায়, মিরি আমার কাছে আবারও সৌদিতে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন এবং আমিও কথা দিয়েছি মিরির জন্য একটি বাড়ির ব্যবস্থা করে দেব।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post