মাত্র এক পাসপোর্ট দিয়ে উন্মুক্ত চলাচলের সুযোগ করে দিতে চলেছে ওমানসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশ।
সেনজেনভুক্ত ২৭টি দেশের মত ঠিক একই ধরনের সুবিধায় উপসাগরীয় ছয়টি দেশে ভ্রমণ সুবিধা নিয়ে আসছে নতুন ভিসা ‘জিসিসি গ্রান্ড ট্যুর’।
এই মাল্টিপল এন্ট্রি ভিসায় থাকছে একাধিক সুবিধা। সবথেকে বড় সুবিধা হলো ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব, কুয়েত এবং বাহরাইনে যখন খুশি ঘুরতে পারবেন পর্যটকরা।
ভ্রমণ ও পর্যটন শিল্পের কর্মকর্তারা বলেছেন, এই ভিসার আওতায় তিনটি দেশে দুই রাত করে অবস্থান ও দর্শনীয় স্থান ঘুরে বেড়ানোর জন্য খরচ হতে পারে প্রায় ৪ হাজার থেকে ৫ হাজার দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৫ হাজার থেকে ১ লাখ ২৭ হাজার টাকা।
গত সপ্তাহে অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেটে মন্ত্রী পর্যায়ের আলোচনার সময় কর্মকর্তারা জানান, ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরস’ ভিসা এ বছরের মধ্যেই চালু হতে যাচ্ছে।
যদিও এক্সপিডিয়ার গ্লোবাল মার্কেটের ভাইস প্রেসিডেন্ট রেহান আসাদ মনে করেন, এই ভিসার আওতায় তাদের ট্যুর প্যাকেজের প্রাথমিক ফোকাস হবে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব।
তবে, বিভিন্ন বিকল্প বেছে নেওয়ার সুবিধা থাকবে পর্যটকদের জন্য। তিনি জানান, তারা ইতোমধ্যেই মানুষের চাহিদার ওপর ভিত্তি করে ট্যুর প্যাকেজ তৈরিতে মনোনিবেশ করেছেন।
ট্রাভেজির সহযোগী নির্বাহী আনাস আনান বলেন, একটি দেশের জন্য ফ্লাইট ও দর্শনীয় স্থান ঘুরে দেখতে জনপ্রতি ১ হাজার ৫০০ দিরহাম থেকে ভ্রমণ প্যাকেজ শুরু হবে।
উপসাগরীয় দেশগুলোর সার্বিক পরিস্থিতি ও পর্যটন মৌসুমের ওপর নির্ভর করে এই খরচ বাড়তে বা কমতে পারে। লাস্ট মিনিট ট্যুরিজমের নির্বাহী পরিচালক মোহাম্মদ ফারোজ বলেন, তাদের দুবাই, ওমান ও কাতারের জন্য প্যাকেজ থাকবে।
যারা ট্যুর প্যাকেজ কিনবেন, তাদের প্রথমে দুবাই নিয়ে যাওয়া হবে। তারপর সেখানে থেকে পরবর্তী গন্তব্যে। আর এসব প্যাকেজ নিয়মিত প্যাকেজের তুলনায় অন্তত ২৫ শতাংশ কমে পাওয়া যাবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post