করোনা মহামারিতে ওমান সুপ্রিম কমিটির সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে এক প্রবাসীকে জেল ও স্থায়ীভাবে ওমানের ভিসা বাতিল করে নিজ দেশে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন বারকার স্থানীয় ভ্রাম্যমাণ আদালত। উক্ত প্রবাসী কর্তৃপক্ষের অনুমোদন না নিয়েই পণ্য বিক্রয়ের অভিযোগে তার বিরুদ্ধে এই রায় প্রদান করেছে হয়েছে বলে জানিয়েছে ওমানের ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ।
আরো পড়ুনঃ বৈধভাবে কানাডা যাবেন যেভাবে
এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, “ওমানের বারকা জুডিশিয়াল কন্ট্রোল অফিসার ও বারকা থানার সহযোগিতায় অভিযুক্ত ব্যক্তিকে শাস্তি দিয়েছে। সুপ্রিম কমিটির নির্দেশনা লঙ্ঘনের দায়ে উক্ত প্রবাসীকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। তিন মাসের কারাদন্ড শেষ হলে ৭দিনের মধ্যে স্থায়ীভাবে ওমান ত্যাগ করতে নির্দেশ দেন আদালত। অভিযুক্ত প্রবাসী কোন দেশের সেই তথ্য দেয়নি ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post