মালয়েশিয়ার ওম শহরে বন্য হাতির আক্রমণে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। গত রবিবার (১২ মে) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে পোস ব্লাউয়ের কাম্পুং ওম শহরে বন্য হাতির আক্রমণে ওই প্রবাসী মারা যান।
ব্লাউ কাম্পুং জেলার প্রধান পুলিশ সুপার সিক সিক চুন ফু তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘কাম্পুং ওম শহরে গত রোববার বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।’
পুলিশের সুপার বলেন, ‘হাতির আক্রমণে নিহত বৃক্ষরোপণ প্রবাসী কর্মীর পরিচয় শনাক্ত করা হয়েছে। মো. নওশের আলী (২৯) নামের প্রবাসী তার এক সহকর্মীকে সাথে নিয়ে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে বন্য হাতির আক্রমণের শিকার হন।’
গতকাল সোমবার (১৩ মে) দেশটির পুলিশের এক বিবৃতিতে বলেছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে হাতির আক্রমণের সময় পালিয়ে যাওয়ার কোনো সুযোগ পাননি ওই ভুক্তভোগী প্রবাসী। মরদেহের পাশেই হাতির পায়ের ছাপ পাওয়া গেছে।
পুলিশ সুপার আরও বলেন, হাতির আক্রমণের শিকার প্রবাসী গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই মারা যান। ময়নাতদন্তের জন্য ওই ব্যক্তির মরদেহ গুয়া মুসাং হাসপাতালে নেওয়া হয়েছে। এই ঘটনায় আকস্মিক মৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post