সৌদি আরবের পর এবার ওমানগামী বাংলাদেশ বিমানের সব ফ্লাইট আজ সোমবার থেকে এক সপ্তাহের জন্য বাতিল করা হচ্ছে। কোভিড-১৯ মহামারির কারণে ওমান সরকার নিষেধাজ্ঞা দেওয়ায় ওমানগামী বিমানের সকল ফ্লাইট বন্ধ করতে হচ্ছে।
এ ব্যাপারে বিমান থেকে এখনো কোনো অফিসিয়াল ঘোষণা না দিলেও ওমান সুপ্রিম কমিটির ঘোষণা অনুযায়ী আজ মধ্যরাত থেকে অর্থাৎ ২২ ডিসেম্বর রাত ১টা থেকে ওমানের সাথে সকল ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হচ্ছে।
সুতরাং আজ রাতের ফ্লাইটে বাংলাদেশ থেকে যেসব যাত্রী ওমান যেতে চেয়েছেন এবং ওমান থেকে যারা দেশে যেতে চেয়েছেন, তারা আর যেতে পারছেন না। ওমান সুপ্রিম কমিটির নতুন সিদ্ধান্তে বলা হয়, যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ায় সংক্রমণ থেকে রক্ষা পেতে আগামী এক সপ্তাহের জন্য ওমানের সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে।
কার্গো বিমান এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। এ ছাড়া জরুরি প্রয়োজনে বিশেষ বিবেচনায় যাত্রীবাহী বিমান পরিবহনের ক্ষেত্রেও এই নির্দেশনার শিথিলতার কথা জানিয়েছে সুপ্রিম কমিটি। করোনা সংক্রমণের গতিবিধি পর্যালোচনা করে পরবর্তীতে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
আরো পড়ুনঃ ১০ দিন পরেই ওমানে নতুন আইন কার্যকর
এদিকে করোনার কারণে কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট সাময়িক বন্ধ ঘোষণা করায় চরম বিপাকে যাত্রীরা। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েন শত শত যাত্রী। যাত্রার শেষ মুহূর্তের এই দুর্ভোগে ক্ষোভে ফেটে পড়েন তারা। ভিসা এবং আকামার মেয়াদ শেষ হওয়া নিয়েও রয়েছে দুশ্চিন্তা। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, পুনরায় ফ্লাইট চালু হলে বুকিং দেওয়া টিকিটের জন্য নতুন করে টাকা খরচ করতে হবে না যাত্রীদের।
এতে কর্মস্থলে ফেরা নিয়ে শঙ্কায় পড়েছেন প্রবাসীরা। ভিসা ও আকামার মেয়াদ বাড়ানোর বিষয়ে সরকারের পক্ষ থেকে সহযোগিতার দাবি তাদের। প্রবাসীরা জানান, অনেক টাকা দিয়ে টিকেট কেটেছি। এ ছাড়াও কোভিড টেস্ট করে এখানে এসে শুনি সৌদি আরবে ফ্লাইট চলাচল বন্ধ।
আরো পড়ুনঃ বৈধভাবে কানাডা যাবেন যেভাবে
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলছে, নিষেধাজ্ঞার কারণে গত এক সপ্তাহে ৪২টি ফ্লাইট বাতিল হয়েছে। সৌদি ও বাংলাদেশে ১১ হাজার যাত্রী আটকা পড়েছে। যদি ফ্লাইট পুনরায় চালু হয়, তাহলে অগ্রাধিকার ভিত্তিতে তাদের টিকিট দেওয়া হবে।
ওমানের ফ্লাইট বন্ধের ব্যাপারে বিমানের এক ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি প্রবাস টাইমকে বলেন, “ফ্লাইট বন্ধের ব্যাপারে এখনো বিমানের পক্ষথেকে কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি, তবে যেহেতু ওমান সুপ্রিম কমিটি ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে, সুতরাং আজ রাত থেকে বিমানের ফ্লাইট বন্ধ হওয়ার সম্ভাবনা ই বেশি। আজ রাতের ফ্লাইটের যাত্রীদের যোগাযোগ করে এরপর এয়ারপোর্টে আসার অনুরোধ জানান তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post