ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক বিভাগের গুদামের লকার ভেঙে ৫৫ কেজি সোনা চুরির ঘটনায় দায়ের করা মামলায় আগামী ৩০ জুনের মধ্যে তথ্য প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (১৩ মে) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের কথা ছিল। তবে আজ মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উত্তরা জোনাল টিমের পরিদর্শক রাশেদুল ইসলাম প্রতিবেদনটি দাখিল করতে পারেনি।
সে জন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেন। আদালতের বিমানবন্দর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক মোজাফফর হোসেন তথ্যটি নিশ্চিত করেন।
বিমানবন্দরে সোনা চুরি মামলাটিতে এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- সহকারী রাজস্ব কর্মকর্তা শহিদুল ইসলাম, শাহিদুল ইসলাম সাহেদ, আকরাম শেখ, মাসুম রানা, সিপাহী মোজাম্মেল হক, নিয়ামত হাওলাদার, রেজাউল করিম ও আফজাল হোসেন।
এর আগে, গেল বছরের ৩ সেপ্টেম্বর ঢাকা শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন বাদী হয়ে বিমানবন্দর থানায় শুল্ক বিভাগের গোডাউনের লকার ভেঙে সোনা চুরির ঘটনায় একটি মামলা করেন। মামলাটিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়।
এদিকে মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালে উদ্ধার হওয়া ৪৮টি ডিএম বার যার ওজন ৮.০২ কেজি ও ২০২০ থেকে ২০২৩ সালে বিভিন্ন সময়ে জব্দ হওয়া ৩৮৯টি ডিএম বার যার মোট ওজন ৪৭.৪৯ কেজি সোনা শুল্ক বিভাগের আলমারির লকার ভেঙে চুরি হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post