বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ১১ হাজার প্রবাসী কারাবন্দী রয়েছেন বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুল মোমেন।
মোমেন জানান, সবচেয়ে বেশি কারাবন্দী আছে মধ্যপ্রাচ্যের সৌদি আরবে। সেখানে প্রায় ৬ হাজারের মতো প্রবাসী কারাগারে রয়েছেন। সৌদির পরে সবচেয়ে বেশি বন্দী রয়েছে কাতার এবং মালয়েশিয়ার কুয়ালালামপুরে।
গতকাল রোববার (১২ মে) কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য দেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, প্রবাসে যেখানে বাংলাদেশি কারাবন্দী রয়েছে সেসব দেশগুলোর বাংলাদেশ দূতাবাসকে নির্দেশনা দেয়া হয়েছে; প্রতিমাসে একাধিকবার কারাগার পরিদর্শন করার জন্য।
দূতাবাস পরিদর্শন করে বন্দীদের সাথে কথা বলে তথ্য সংগ্রহ করবেন এবং তাদেরকে দেশে ছাড়িয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
এর আগে, ড. মোমেনের নেতৃত্বে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প, ঘুমধুম ট্রানজিট ক্যাম্প এবং খুরুশকুল আশ্রয়ণ কেন্দ্র পরিদর্শন করেন কমিটির সদস্যরা।
রোহিঙ্গা ক্যাম্পের সরেজমিন চিত্র সরকারের কাছে সুপারিশ হিসেবে তুলে ধরা হবে। সরকার পরবর্তীতে সেই বিষয়গুলো বিবেচনা করে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান ড. মোমেন।
এদিকে ড. মোমেন আরো বলেন, ক্যাম্পে যেসব এনজিও স্থানীয়দের বাদ দিয়ে রোহিঙ্গাদের চাকরি দিবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post