নিয়ন্ত্রণের দ্বারপ্রান্তে ওমানের মহামারী করোনা পরিস্থিতি। দেশটিতে দিনদিন বাড়ছে সুস্থের সংখ্যা এবং কমছে আক্রান্ত রোগীর সংখ্যা। সোমবার (২১-ডিসেম্বর) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্তের সংখ্যা ২৬৪ জন এবং মৃতের সংখ্যা ১জন। এখন পর্যন্ত সর্বমোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৯৩১ জন এবং মৃতের সংখ্যা ১ হাজার ৪৮৯ জন।
অপরদিকে দেশটিতে নতুন ১৭১ জন সুস্থ সহ সর্বমোট সুস্থের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৭৪৫ জন। যা মোট আক্রান্তের ৯৩.৬ শতাংশ রোগী এখন সুস্থ। গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মাত্র ৪ জন।
এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৯৫ জন। যাদের মধ্যে আশংকাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউতে) রয়েছেন ৪০ জন। আরব বিশ্বের তৃতীয় দেশ হিসেবে বুধবার ওমান আসছে যুক্তরাষ্ট্রের ফাইজার বায়োএনটেক কোম্পানির তৈরি করোনা ভ্যাকসিনের প্রথম চালান।
আরো পড়ুনঃ ওমান ঘুরে বেড়ানো সেই তারকা দম্পতির সংসারে ভাঙ্গন
এদিকে বাংলাদেশে আজ আরও ৩২ জনের মৃত হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৩১২। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৭০ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ২ হাজার ১৮৩ জন। সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ২ হাজার ১৬৭ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৩৯ হাজার ৬৯৪ জন।
আরো পড়ুনঃ ১০ দিন পরেই ওমানে নতুন আইন কার্যকর
এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (২১ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন সাত কোটি ৭১ লাখ ৬৭ হাজার ৬৭৯ জন এবং মৃত্যু হয়েছে ১৬ লাখ ৯৯ হাজার ৪৯৮ জনের। সুস্থ হয়েছেন ৫ কোটি ৪০ লাখ ৮৬ হাজার ৮০৩ জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post