বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ১৯৭৪ সালের দিকে সৌদি আরবে যাওয়া ৬৯ হাজার রোহিঙ্গা জনগোষ্ঠীর পাসপোর্ট নবায়ন করবে বাংলাদেশ।
সৌদি সরকারের অনুরোধে ধাপে ধাপে এই পাসপোর্ট নবায়ন করা হবে বলে সৌদি আরবের উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আজ রোববার (১২ মে) রাজধানীতে এক বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এ সময় সৌদি সরকারের পক্ষ থেকে সে দেশে থাকা ৩০ লক্ষ বাংলাদেশির সুযোগ-সুবিধা বাড়ানো এবং হজের নিরাপত্তা ও সহযোগিতা আরো জোরদার করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি, সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসা সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বন্দী বিনিময় চুক্তি ছাড়াও বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post