ভিসা আবেদনের তৃতীয় দফার বর্ধিত সময় শেষ হচ্ছে আজ শনিবার (১১ মে) । শেষ দিনে ভিসার দিকে তাকিয়ে এখনো প্রায় ৩৭ শতাংশ হজযাত্রী।
শনিবার হজ তথ্য কেন্দ্র থেকে জানা যায়, এ পর্যন্ত ৫৩ হাজার ৮৯৯ জন হজযাত্রীর ভিসা হয়েছে। এ বছর সরকারি-বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন। সেই হিসাবে এখনও ৩৭ শতাংশ হজযাত্রীর ভিসা হয়নি।
এমন অনিশ্চয়তার মধ্যে হজ অফিস পরিচালক বলছেন, বাকি ভিসার প্রসেসিংয়ের কাজ চলছে। নিবন্ধিত একজন হজ যাত্রীও বাদ পড়বেন না।
আর হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) জানিয়েছে, সব চ্যালেঞ্জ মোকাবিলা করে আজকের মধ্যে বাকি ভিসা প্রসেসিং কার্যক্রম শেষ করবেন তারা।
ভিসা ইস্যুর বিষয়ে সংশ্লিষ্ট এজেন্সির গাফিলতি নয়, সৌদি কর্তৃপক্ষকে দায়ী করছে হাব।
এদিকে হজযাত্রার তৃতীয় দিনে ৮টি ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন প্রায় ৩ হাজার ২০০ জনের বেশি হজযাত্রী। এদিন ১টি ফ্লাইট বাদে আর সবগুলো ফ্লাইট সময়মতো ঢাকা ছেড়ে গেছে বলে জানা যায়।
এবার বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে ৮০ হাজার ৬৯৫ জনসহ মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন।
এদিকে বৃহস্পতি ও শুক্রবার দুইদিন পবিত্র হজ পালন করতে সৌদি আরব গেছেন ৬ হাজার ৩৯২ জন যাত্রী। বৃহস্পতিবার পবিত্র হজ পালনে বাংলাদেশ থেকে ৭টি ফ্লাইটে সৌদি আরবে গেছেন ২ হাজার ৭৬৯ জন যাত্রী। দ্বিতীয় দিন শুক্রবার ৯টি ফ্লাইটে সৌদি আরবে গেছেন ৩ হাজার ৬২৩ জন হজযাত্রী।
বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের চারটি ফ্লাইটে ১ হাজার ৬৬৮ জন, সৌদি এয়ারলাইন্সের ১টি ফ্লাইটে ৪৪৫ জন, ফ্লাইনাস এয়ারলাইন্সের চারটি ফ্লাইটে ১ হাজার ৫১০ জন সৌদি আরবে গেছেন। দুইদিনে তিন বিমান সংস্থার ১৬টি ফ্লাইটে ৬ হাজার ৩৯২ হজযাত্রী ঢাকা ছেড়েছেন।
চাঁদ দেখা সাপেক্ষে ১৪ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post