ওমানে থাকা বহু প্রবাসী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সংকটের কারণে বড় ধরণের বিপাকে পড়েছেন। বিমান ক্রুরা গণছুটি নেওয়ার পরে সংস্থাটির মাস্কাটগামী অসংখ্য ফ্লাইট বাতিল হয়েছে। ফলে কাঙ্ক্ষিত সময়ে ওমানে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন ফ্লাইটের জন্য প্রস্তুত থাকা কয়েকশ’ প্রবাসী।
তথ্য অনুযায়ী, কেবল বৃহস্পতিবারই মাস্কাটগামী ভারতের বিভিন্ন অঞ্চলের ৫ টি ফ্লাইট বাতিল হয়। এরমধ্যে ছিলো মুম্বাই-মাস্কাট, ক্যালিকাট-মাস্কাট, কান্নুর-মাস্কাট, ম্যাঙালোর-মাস্কাট এবং থিরুভানান্থাপুরাম-মাস্কাট ফ্লাইট। যাতে চড়ে কয়েকশ প্রবাসীর ওমান আসার কথা ছিলো।
যদিও শুক্রবার থেকেই এয়ারলাইন্সটির ফ্লাইট চলাচল শুরু হয়েছে এবং রোববার থেকে আগের মতোই স্বাভাবিক হওয়ার কথা। এর আগে বিক্ষোভের অংশ হিসেবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীরা একযোগে ‘অসুস্থ’ হওয়া ও গণছুটিতে যান। ফলে গত বুধবার থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কয়েকশ’ ফ্লাইট বাতিল হয়ে যায়। কার্যত মুখ থুবড়ে পড়ে বিমান পরিষেবা।
বার্তাসংস্থা পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে, বেতন থেকে শুরু করে কাজের শিফট, সবক্ষেত্রেই পরিবর্তন আসায় সমস্যায় পড়তে হচ্ছিল পাইলট থেকে অন্যান্য কর্মীদের। এ নিয়েই গত কয়েক দিনে প্রতিবাদের ঝড় ওঠে। যদিও পরে বরখাস্ত কর্মীদের কাজে পুনর্বহাল করে এয়ার ইন্ডিয়া। কেবিন ক্রুরাও তাদের কর্মবিরতি তুলে নিয়েছেন। যারা ছুটি নিয়েছিলেন, তাদের সকলকে কাজে যোগ দিতে বলা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post