‘মনে পড়ছে না ল্যাপটপ কোথায়। কোথাও রেখেছি নাকি বিক্রি করে দিয়েছি, কিছুই মনে পড়ছে না।’ চোরের এমন কথা শুনে হতবাক কলকাতার পুলিশ।
সেই ‘ভুলোমনা’ চোরের কাছ থেকে একজন নামী চিকিৎসকের ল্যাপটপ উদ্ধার করতে গিয়ে নাস্তানাবুদ হতে হচ্ছে তাদের।
পুলিশ জানিয়েছে, সম্প্রতি মধ্য কলকাতার মুচিপাড়া এলাকায় এই চুরির ঘটনা ঘটে। সেখানে একজন খ্যাতনামা চিকিৎসক থাকেন। সম্প্রতি বাড়ির দরজায় বন্ধ না করে পরিবারের লোকজন কাজে ব্যস্ত ছিলেন।
সেই সুযোগে ভেতরে প্রবেশ করে চোর। সে সোজা চলে যায় চিকিৎসক যেখানে কাজ করেন, সেখানে। ওই ঘরের ভেতর থেকে তার ল্যাপটপ, পাওয়ার ব্যাংক, এটিএম কার্ড ও একটি ব্যাগে থাকা নথিপত্র নিয়ে পালিয়ে যায় অপরাধী।
এই ঘটনায় মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী চিকিৎসক। তারই ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এলাকার সিসিটিভির ফুটেজ দেখে শনাক্তকরণের পর শিয়ালদহ এলাকা থেকে কাবিল মোল্লা নামে ওই চোরকে গ্রেফতার করা হয়।
তার ঘরে তল্লাশি চালিয়ে খোয়া যাওয়া পাওয়ার ব্যাংকসহ অন্যান্য জিনিস উদ্ধার করে পুলিশ। কিন্তু খোঁজ মেলেনি ল্যাপটপের।
অথচ চিকিৎসক পুলিশকে জানিয়েছিলেন, ওই ল্যাপটপেই রয়েছে তার গুরুত্বপূর্ণ তথ্য। তাই সেটি ফিরে পাওয়া জরুরি। কিন্তু সেই ল্যাপটপ উদ্ধার করতেই গলদঘর্ম অবস্থা পুলিশের।
জিজ্ঞাসাবাদে কাবিল মোল্লা পুলিশকে বলেছেন, তিনি মাদকাসক্ত অবস্থায় চুরি করেছিলেন। নেশার ঘোরে থাকায় এখন মনে করতে পারছেন না, ল্যাপটপ কোথাও রেখেছিলেন নাকি কারও হাতে তুলে দিয়েছিলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post