মাত্র একদিনের ব্যবধানে আবারও দুর্ঘটনায় পড়লো মার্কিন বিমান নির্মাতা-বোয়িংয়ের একটি বিমান। এবার সেনেগালে রানওয়েতে বিমানটি মুখ থুবড়ে পড়ায় আহত হয়েছে অন্তত ১০ আরোহী।
বৃহস্পতিবার (৯ মে) সেনেগালের যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর একটার দিকে এই দুর্ঘটনা হয়। আটাত্তর জন যাত্রীসহ বিমানটি উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত হয়েছে একটি তদন্ত কমিটি। বিমানটি সেনেগাল থেকে মালি যাওয়ার কথা ছিলো। দুর্ঘটনার পরপরই বন্ধ করে দেওয়া রানওয়েটি রাত ১১টা নাগাদ খুলে দেওয়া হয়। বোয়িং সেভেন থ্রি সেভেন মডেলের বিমানটি ভাড়ায় চালাচ্ছিলো এয়ার সেনেগাল।
এরআগে, বুধবার ইস্তাম্বুল বিমানবন্দরে মার্কিন ডাক সরবরাহ সংস্থা ফেডএক্সের একটি বিমান দুর্ঘটনায় পড়ে। ওই বিমানটির নির্মাতাও বোয়িং।
গত বছরের নভেম্বরে যান্ত্রিক ত্রুটি নিয়ে সমালোচনা শুরু হলে তথ্যফাঁস করা বোয়িংয়ের দুই কর্মীর রহস্যজনক মৃত্যু হয়। সম্প্রতি বোয়িং সেভেন এইট সেভেন ড্রিমলাইনার নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ-এফএএ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post