যুদ্ধক্ষেত্রের এমন চিত্র দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে, তাও আবার পানির নিচে! যুদ্ধংদেহী ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ট্যাংক পেছনে সৈন্য বহনকারী গাড়ি। পাশে আবার হেলিকপ্টার। দেখে মনে হচ্ছে, যুদ্ধ বাঁধবে যেকোনো মুহূর্তে।
আসলে এটি যুদ্ধক্ষেত্রের আদলে সাজানো একটি ডুবো জাদুঘর। এগুলো দেখতে স্কুবা ডাইভিং করেন পর্যটকরা।
২০১৯ সালে আকাবা শহরের উপকূলে প্রথম এই সামরিক জাদুঘরটি উন্মোচন করা হয়। জাদুঘরটি তৈরি করতে একের পর এক ডোবানো হয় যুদ্ধক্ষেত্রে ব্যবহার হওয়া ট্যাংক, সৈন্যদের পিকআপ ও হেলিকপ্টার।
আকাবার অর্থনৈতিক অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, এখানে এসে পর্যটকরা পানির নিচের সামরিক জাদুঘরের পাশাপাশি সামুদ্রিক পরিবেশ দেখারও সুবর্ণ সুযোগ পাবেন। স্কুবা ডাইভিং ও ডাইভিং মাস্ক পরে এখানে যেতে পারবেন।
জাদুঘরটিতে সামরিক গাড়ি, যন্ত্রপাতি সবমিলিয়ে মোট ১৯টি সরঞ্জাম রয়েছে। সরঞ্জামগুলো বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রাখা, যাতে পর্যটকরা ঘুরে ঘুরে সাঁতার কেটে তা উপভোগ করতে পারেন।
এছাড়া সামরিক যানগুলো ডোবানোর আগে এগুলো থেকে সব ধরনের ক্ষতিকর পদার্থ বের করে ফেলা হয়। জর্ডানে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম পথ পর্যটন খাত। দেশটির জিডিপির প্রায় ১০ শতাংশই আসে এই খাত থেকে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post