করোনা মহামারিতে এই বছর ওমান ছেড়ে প্রায় ৪৫ হাজারের বেশি প্রবাসী নিজ দেশে ফেরত আসার জন্য আবেদন করেছেন। গত ১৫ নভেম্বর থেকে ১৪ ই ডিসেম্বর পর্যন্ত এই আবেদন করেছেন প্রবাসীরা। দেশটির শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, নিজ দেশে ফেরত যেতে এখন পর্যন্ত আবেদন করেছেন প্রায় ৪৫ হাজার ৭১৫ জন।
শ্রম মন্ত্রণালয়ের শ্রমকল্যাণের মহাপরিচালক সালেম বিন সাইদী আল বাদি জানিয়েছেন, “সংশোধন কালীন সময়ে জরিমানা ছাড়া নিজ দেশে ফেরত যেতে ইচ্ছুক ব্যক্তিরা আউটপাশের মাধ্যমে স্থায়ীভাবে দেশে ফেরত যেতে পারেন। তাই যারা করোনা মহামারিতে স্থায়ীভাবে নিজ দেশে ফেরত যেতে চান তাদের অবশ্যই এই সুযোগ গ্রহণ করা উচিত। কারণ এই সুযোগে জরিমানা ছাড়াই নিজ দেশে ফেরত যেতে পারবে প্রবাসীরা।
আরো পড়ুনঃ ওমান ঘুরে বেড়ানো সেই তারকা দম্পতি তমা মির্জার সংসারে ভাঙ্গন
তিনি আরও বলেন, শ্রম মন্ত্রণালয়ের একটি সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি রয়েছে। তা হলো কোনো প্রবাসী কর্মক্ষেত্রে যদি তাদের পদবি সংশোধন করতে চান তাদের প্রতিবন্ধকতাগুলি দূর করতে চান, তাহলে তারা নিয়োগকর্তাদের সাথে আলোচনার মাধ্যমে তা করতে পারবেন। মন্ত্রণালয়ের নতুন এই সিদ্ধান্ত দেশের ওমানি নাগরিকদের কাজের ক্ষেত্রে বাড়িয়ে তুলবে একই সাথে দেশের শ্রমবাজারে ভারসাম্য তৈরি করবে বলেও জানান তিনি।
https://www.youtube.com/watch?v=r9vtD-1CbG8
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post