প্রায় চার ঘণ্টার ঝুঁকিপূর্ণ অভিযানের মাধ্যমে জীবিত উদ্ধার করা হয়েছে একজন প্রবাসী শ্রমিককে। শনিবার ওমানের আল খুদ নামক শহরের একটি বাড়ির চার মিটার গভীর গর্তে আটকে পড়া এক প্রবাসী শ্রমিককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দেশটির পাবলিক অথরিটি অব সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্সের (প্যাকডা) একটি দল। উদ্ধার শেষে প্যাকডার এক বিবৃতিতে বলা হয়েছে, “প্রায় চার মিটার মাটির নিচ থেকে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় একজন প্রবাসী শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়। তার উন্নত চিকিৎসার জন্য সাথে সাথেই অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে স্থানান্তর করা হয়। তাকে যখন উদ্ধার করা হয়, তখন তিনি মুমূর্ষু অবস্থায় ছিলেন এবং তার গায়ে প্রচুর ধুলাবালি ছিলো।”
এই সংবাদটি সাথে সাথেই দেশটির জাতীয় গণমাধ্যমে প্রচার করা হয়। তবে তিনি কোন দেশের নাগরিক এবং কিভাবে এই দুর্ঘটনা ঘটলো এব্যাপারে কোনো তথ্য জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ব্যক্তিটি হসপিটালে চিকিৎসাধীন আছেন।
আরও পড়ুনঃ করোনায় ওমানে একদিনে সুস্থের সর্বোচ্চ রেকর্ড
https://www.youtube.com/watch?v=x798Lg4RxQM&t=17s
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post