চলতি বছরের খারিফ মৌসুম ও উৎসবের সময়কাল ঘোষণা করেছে ওমান। যা জুনের ২০ তারিখ থেকে শুরু হয়ে স্থায়ী হবে পরবর্তী ৯০ দিন বা সেপ্টেম্বরের ২০ তারিখ পর্যন্ত।
ধোফার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ড. আহমেদ মহসেন আল ঘাসসানি এই তথ্য নিশ্চিত করেছেন। সাধারণত বছরের জুন থেকে শুরু হয় খারিফ মেলা।
যাতে বাংলার বর্ষাকালীন সময়ের সাথে মিল রয়েছে। এই সময় গোটা সালালাহ প্রদেশে দেখা যায় এক ভিন্নধর্মী আয়োজন ও উৎসবমুখর পরিবেশের।
বিশ্বের বিভিন্ন দেশ থেকেই লক্ষ পর্যটক আসেন খারিফ দেখতে। বিদায়ী বছরের খারিফ মৌসুমে ৯ লাখের বেশি পর্যটকের সমাগম হয়েছে। এ বছরের প্রত্যাশা, দর্শনার্থীর সংখ্যা ১ মিলিয়ন ছাড়িয়ে যাবে।
খারিফের সময়ে গুড়িগুড়ি বৃষ্টি এবং ঠান্ডা আবহাওয়া দেখে মুগ্ধ হন পর্যটকরা। প্রবাসী ব্যবসায়ীরা বছরের এই সময়ের উপার্জন দিয়েই সারা বছর চলেন। তাই তাদের অনেকেই সারা বছর অপেক্ষায় থাকেন খারিফের।
মাঝে করোনার কারণে উৎসবটি বন্ধ হলেও এবছর পর্যটকদের ভিড় জমলে আগের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন বলে মনে করছেন ব্যবসায়ীরা।
মধ্যপ্রাচ্যের মরুময় দেশটির প্রাকৃতিক সৌন্দর্যও যে এতো মনোমুগ্ধকর হতে পারে তা যায়গাটি দেখলেই বোঝা সম্ভব। যদিও খারিফে সড়ক কুয়াশায় আচ্ছন্ন থাকায় দিনের বেলায় লাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হয়।
তবে পাহাড়ি পথ পাড়ি দিয়ে একবার সমতলে পৌঁছালে সবুজ পরিপাটি শহরটি দেখে মনেই হবে- এ যেন এক টুকরো বাংলাদেশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post