বহরে যুক্ত হতেই সর্বাধুনিক এ৩৫০ উড়োজাহাজের সাহায্যে মাস্কাটসহ মোট ৯ টি রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে এমিরেটস।
ডেলিভারি পাবার পর ১৫ই সেপ্টেম্বর বাহরাইন দিয়ে শুরু হবে সর্বাধুনিক মডেলের এই উড়োযানটির ফ্লাইট চলাচল। পরবর্তী মাসগুলোতে ক্রমান্বয়ে মাস্কাট এবং অন্য ৮টি গন্তব্যে ফ্লাইট চালুর সিদ্ধান্ত জানিয়েছে এয়ারলাইনটি।
যেসকল গন্তব্যে এ৩৫০ ফ্লাইট পরিচালনার ঘোষণা দেয়া হয়েছে, তার মধ্যে মাসকাট ছাড়াও রয়েছে বাহরাইন, কুয়েত, মুম্বাই, আহমেদাবাদ, কলম্বো, লিওন, বালোনা এবং এডিনবার্গ। এই উড়োজাহাজগুলো মূলত স্বল্প ও মাঝারি পাল্লার ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হবে।
নতুন এ৩৫০ উড়োজাহাজগুলোতে অত্যাধুনিক তিনটি কেবিন শ্রেণী থাকবে। বিজনেস শ্রেণীতে থাকবে পরবর্তী প্রজন্মের ৩২টি আসন; প্রিমিয়াম ইকোনমিতে ২১টি আসন; এবং ইকোনমি শ্রেণীতে ২৫৯টি আরামদায়ক আসন।
এ৩৫০ উড়োজাহাজে কেবিনগুলোর সিলিং সুউচ্চ, ভেতরটাও সুপ্রশস্ত ও নিরিবিলি। যাত্রীদের অবসাদ ও জেটল্যাগ প্রশমনে বিশেষ মুড লাইটিং এর ব্যবস্থা রাখা হয়েছে।
জানা গেছে, এমিরেটস মোট ৬৫টি এ৩৫০-৯০০ অর্ডার করেছে এবং সেপ্টেম্বর থেকে ক্রমান্বয়ে এগুলোর ডেলিভারি পাওয়া যাবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post