মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে সৌদি আরব। দেশটিতে গতকাল বৃহস্পতিবার এই টিকা দেওয়া শুরু হয়। আরব নিউজ অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ফাইজার-বায়োএনটেকের টিকার প্রথম চালান গত বুধবার দেশটিতে এসে পৌঁছায়। টিকা হাতে পাওয়ার পরদিনই তা দেওয়া শুরু করল সৌদি আরব।
সৌদিতে প্রথমে টিকা নেওয়া ব্যক্তিদের মধ্যে দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়া আছেন। লোকজনকে আশ্বস্ত ও উৎসাহিত করতে তিনি টিকা নিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা নিশ্চিত করছি যে এই টিকা নিরাপদ।’ টিকা নেওয়ার জন্য লোকজনকে আগে নিবন্ধন করতে বলেছে সৌদি কর্তৃপক্ষ। এই আহ্বানের পর ২৪ ঘণ্টায় দেড় লাখের বেশি মানুষ টিকা নিতে নিবন্ধন করেছে।
আরো পড়ুনঃ ইতালির নতুন ভিসা প্রত্যাশীদের দুয়ার খুললো
মধ্যপ্রাচ্যে বাহরাইনের পর দ্বিতীয় দেশ হিসেবে সৌদি আরব গত সপ্তাহে ফাইজার-বায়োএনটেকের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয়। তবে তারা বাহরাইনের আগেই এই টিকা পেয়ে তার প্রয়োগ শুরু করল।
তিন ধাপে টিকার কার্যক্রম পরিচালনা করবে সৌদি। প্রথম ধাপে ৬৫ বছর ও তার চেয়ে বেশি বয়সী নাগরিক-অধিবাসী, করোনার উচ্চ ঝুঁকিতে থাকা পেশাজীবী, রোগ প্রতিরোধক্ষমতা কম, দীর্ঘস্থায়ী ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিরা প্রথমে টিকা পাবেন।
আরো পড়ুনঃ পরকীয়া করে হাতেনাতে ধরা খেলো ওমান প্রবাসীর স্ত্রী
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, প্রতিটি পর্বের তারিখ নির্দিষ্ট করে জানানো হবে। সরকারী পরিসংখ্যান অনুসারে সৌদি আরবে এই ভ্যাকসিন পেতে “সেহাতী” নামে একটি অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ১০ লক্ষেরও বেশি লোক নিবন্ধন করেছেন। এই ভ্যাকসিনটি সকল নাগরিক ও বাসিন্দাদের জন্য বিনামূল্যে প্রদান করা হবে।
আরো পড়ুনঃ বৈধভাবে কানাডা যাবেন যেভাবে
দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল রাবিয়ার জানান, সর্বপ্রথম এক মহিলা এবং রিয়াদের একটি কেন্দ্রে এক ব্যক্তিকে দিয়ে শুরু হয়েছে এই টিকাদান কর্মসূচি। রাবিয়াহ সাংবাদিকদের জানিয়েছেন, “এই টিকা কর্মসূচির মাধ্যমে আশা করা যাচ্ছে করোনা মহামারির অবসান ঘটবে।
প্রথম পর্যায়ে ৬৫ বছরের বেশি বয়সীদের ও দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন বা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে এমন ব্যক্তিদের এই ভ্যাকসিন দেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ে পঞ্চাশের বেশি বয়সী ব্যক্তিদের এই ভ্যাকসিন দেওয়া শুর হবে। তৃতীয় পর্যায়ে অন্য সবাইকে এই টিকা দেওয়া হবে।”
আরো দেখুনঃ
https://www.youtube.com/watch?v=dlR9gre9wtI
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post