মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সৌদি আরবে বিভিন্ন নিয়ম-কানুন লঙ্ঘনের দায়ে গত এক সপ্তাহে ১৯ হাজার ৬০০ অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ১৫ হাজার ২০০ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত সারাদেশে এই অভিযান পরিচালনা করেছে সৌদি পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- সৌদি আবাসিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে ১২ হাজার ৪৩৬ জন, সীমান্ত সুরক্ষা বিধি লঙ্ঘনের অভিযোগে ৪ হাজার ৪৬৪ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ২ হাজার ৭৬২ জন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বর্তমানে ৫৩ হাজারের বেশি অবৈধ প্রবাসী নিজ নিজ দেশে ফেরত যাওয়ার প্রক্রিয়ার মধ্যে আছেন। তাদের মধ্যে সাড়ে চার হাজার নারী রয়েছেন।
এ ছাড়া ৪৪ হাজারের বেশি প্রবাসীকে দেশে ফেরত পাঠাতে প্রয়োজনীয় কাগজপত্র নিতে তাদের কূটনৈতিক মিশনে রেফার্ড করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ সৌদির মোট জনসংখ্যা ৩ কোটি ২২ লাখ। তবে দেশটিতে বহু প্রবাসী বসবাস করেন।
সম্প্রতি অবৈধ প্রবাসী ঠেকাতে বড় ধরনের ধর-পাকড় অভিযান শুরু করেছে দেশটি। এই অভিযানের আওতায় সারাদেশ থেকে অবৈধ প্রবাসীদের গ্রেফতার করে সৌদি পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post