ওমান থেকে ভিসা নিষেধাজ্ঞা পাওয়ার পর দেশটিতে বাংলাদেশিদের উপস্থিতি আশঙ্কাজনকহারে কমতে শুরু করেছে।
দেশটির পরিসংখ্যান বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চে ওমানে পা রেখেছেন কেবল ১৪ হাজার ৪৬৯ জন বাংলাদেশি।
বিপরীতে ওমান ছেড়ে গেছেন ২০ হাজার ৯০৯ জন প্রবাসী বাংলাদেশি। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে ওমানে যতজন বাংলাদেশি ঢুকছেন তার চেয়ে বেশি দেশটি ছেড়ে যাচ্ছেন।
৩১ অক্টোবর ভিসা বন্ধের পর থেকে প্রথম তিন মাসে প্রায় ২০ শতাংশ কম বাংলাদেশি ওমান গেছেন। সময়ের ব্যবধানে এই সংখ্যা আরও কমছে।
NCSI এর তথ্য বলছে, মার্চের শেষ পর্যন্ত ওমানের এয়ারপোর্টগুলো দিয়ে ৩৮ লাখেরও বেশি যাত্রী যাতায়াত করেছে। এরমধ্যে মাস্কাট বিমানবন্দর ব্যবহার করেছেন ৩৪ লাখ বিমানযাত্রী।
যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭.৭ শতাংশ বেশি। এবার মাস্কাট বিমানবন্দর ব্যবহারকারী প্রবাসী যাত্রীদের মধ্যে সবাইকে ছাড়িয়ে গেছে ভারত।
মার্চ মাসে সর্বমোট ১ লাখ ৫৭ হাজার ভারতীয় বিমানবন্দরটি ব্যবহার করেছেন। তালিকার দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানিদের সংখ্যা ৪৪ হাজার। এরপরেই অবস্থান বাংলাদেশিদের।
সাম্প্রতিক সময়ে ওমানে ভারতীয়দের যাতায়াত অনেক বেড়েছে। তবে বাংলাদেশি কমার একটি বড় কারণ ভিসা বন্ধ হয়ে যাওয়া।
ফলে যারা ওমানে বৈধভাবে অবস্থান করছেন সেসব বাংলাদেশিই বিমানবন্দর ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। অধিকসংখ্যক অবৈধ বাংলাদেশি শ্রমিকের উপস্থিতির কারণে এখন আর কোনো ক্যাটাগরিতেই বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু করছেনা ওমান।
আকাশ পথের যাতায়াতেও এর প্রভাব পড়েছে। যাত্রী চলাচল কম থাকায় ইতোমধ্যে চট্টগ্রামে নিজেদের ফ্লাইট সেবা বন্ধ করেছে ওমান এয়ার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post