ওমানে করোনায় নতুন আরেকটি মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ৬০ বছর বয়সী একজন ওমানের বাসিন্দার মৃত্যু হয়। যিনি ওমানের আল-সিব অঞ্চলে থাকতেন। আজকের মৃত্যু সহ ওমানে মোট মৃত্যুর সংখ্যা ১২। যাদের মধ্যে ৮জন মাস্কাটের মাতরাহ অঞ্চলের এবং ৪জন উলাইয়াত সিব অঞ্চলের।
এদিকে ওমানে করোনায় একদিনে ২৫৫জন সুস্থের সর্বোচ্চ রেকর্ড করেছে আজ। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী মোট সুস্থ রোগীর সংখ্যা ৭৫০জন। যা গতকাল (শুক্রবার) ওমানে মোট সুস্থের সংখ্যা ছিলো ৪৯৫জন। মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী এটিই ওমানের সুস্থ হওয়ায় সর্বোচ্চ রেকর্ড। ইতিপূর্বে একদিনে এতো সংখ্যক সুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি ওমানে। একইসাথে গতকালের তুলনায় ৬৩ জন কম আজ নতুন আক্রান্ত হয়েছে। শুক্রবার আক্রান্তের সংখ্যা ছিলো ৯৯জন আর শনিবার আক্রান্তের সংখ্যা মাত্র ৩৬জন।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন বিশ্বজুড়ে এমন মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। ইতোমধ্যে গোটা বিশ্বে প্রায় সাড়ে ১০ লাখ মানুষ আরোগ্য লাভ করেছেন। করোনা আতঙ্কে দমবন্ধ করা এই সময়ে এটা অত্যন্ত স্বস্তির একটা খবর। সুস্থতার সংখ্যা ঊর্ধ্বমুখী এই পথে রয়েছে ওমান। মধ্যপ্রাচ্যের এই দেশটি করোনাভাইরাস মোকাবেলায় অনেকটাই সার্থক। কারণ গত একমাসে দেশটিতে আক্রান্তের পরিমাণ কমছে।
https://www.youtube.com/watch?v=H320x19a9VA&t=219s
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post