চলতি বছর করোনা মহামারিতে ওমানের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ বন্ধ হয়ে যাওয়ায় প্রচুর পরিমাণ প্রবাসী ওমান ত্যাগ করে নিজ দেশে ফেরত গিয়েছেন। গত দুই বছর ধরে দেশটিতে প্রবাসীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে। গত দুই বছরে প্রায় তিন লাখের মতো প্রবাসী ওমান ছেড়ে চলে গিয়েছেন। আদমশুমারির ফলাফল ঘোষণা করার সময় সংবাদ সম্মেলনে দেশটির জাতীয় পরিসংখ্যান ও তথ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. খলিফা আল বারওয়ানি এই তথ্য দিয়েছেন।
অনলাইন আদমশুমারিতে তথ্যের যথার্থতা দুর্দান্ত উল্লেখ করে আল বারওয়ানি বলেন, আমরা দেশটিতে আগত সকল নাগরিকের তথ্য উল্লেখ করতে পেরেছি। তবে তিনি আরো বলেন, দু’বছর আগেও ওমানে প্রবাসী জনসংখ্যা প্রায় দুই মিলিয়ন ছিল যা আজ ১.৭ মিলিয়নে পৌঁছেছে। ভারপ্রাপ্ত মহাপরিচালক জিয়াদ আল হাররাসী বলেন, “আদমশুমারিতে প্রবাসীদের তথ্যসহ অনেক প্রশাসনিক তথ্য রেকর্ড করা হয়েছে।
আরো পড়ুনঃ বৈধভাবে কানাডা যাবেন যেভাবে
এদিকে করোনার কারণে প্রবাসীরা ওমান ছাড়লেও গত ১০ বছরে ওমানে প্রবাসী বেড়েছে ১১৩ শতাংশ। মঙ্গলবার (১৫-ডিসেম্বর) দেশটির আদমশুমারির ফলাফল নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওমানের স্বরাষ্ট্রমন্ত্রী সাইয়্যিদ হামুদ বিন ফয়সাল আল বুসাইদী এই তথ্য দিয়েছেন।
করোনা মহামারিতে এই বছর প্রচুর প্রবাসী স্থায়ীভাবে ওমান ছেড়েছে। কিন্তু দেশটির আদমশুমারির দিকে তাকালে দেখা যায়, গত ১০ বছরের দেশটিতে প্রবাসী নাগরিকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১১৩ শতাংশ।
ওমানের ২০২০ সালের আদমশুমারির ফলাফল নিয়ে প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সরকার আদমশুমারির পুরনো পদ্ধতিটিকে অনলাইনের মাধ্যমে রূপান্তর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ২০১০ সালের আদমশুমারিতে প্রায় ৬ হাজার ৬০০ জন কাজ করেছে। বর্তমান করোনা মহামারির কারণে সেই সংখ্যা কমিয়ে আনা হয়েছে।”
আরো পড়ুনঃ ওমানে চাকরীর সুযোগ
আদমশুমারি অনুযায়ী ওমানে বর্তমান জনসংখ্যা ৪৪ লাখ ৭১ হাজার ১৪৮ জন। গত ১০ বছর আগে এই সংখ্যা ছিলো ২৭ লাখ ৭৩ হাজার ৪৭৯ জন। ২০১০ সালের আদমশুমারি অনুযায়ী দেশটিতে ওমানি নাগরিকের সংখ্যা ছিলো ১৯ লাখ ৫৭ হাজার ৩৩৮ জন।
৪০ শতাংশ বেড়ে এই বছরের আদমশুমারিতে ওমানি নাগরিকের পরিমাণ দাঁড়িয়েছে ২৭ লাখ ৩১ হাজার ৪৫৬ জন। এদিকে গত আদমশুমারিতে ওমানে প্রবাসী নাগরিকের সংখ্যা ছিলো ৮ লাখ ১৬ হাজার ১৪৩ জন। এই সংখ্যা প্রায় ১১৩ শতাংশ বৃদ্ধি পেয়ে এই বছরের আদমশুমারিতে দাঁড়িয়েছে ২৭ লাখ ৩৯ হাজার ৬৯২ জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post