ওমানের বিমানবন্দরগুলিতে স্ক্রিনিংয়ের সময় কোনো যাত্রীর তাপমাত্রা ৩৮ ডিগ্রি থেকে বেশি হলে তাকে বাধ্যতামূলক পিসিআর পরীক্ষা করাতে হবে। যাদের শরীরে তামপাত্রা বেশি, সেই সকল যাত্রীরা বিমানবন্দরেই পিসিআর পরীক্ষা করাতে পারবেন বলে জানিয়েছে ওমান বিমানবন্দর কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৫-ডিসেম্বর) এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের ড্রাইভ-থ্রু বা ওয়াক-ইন সুবিধায় যাত্রীরা পিসিআর পরীক্ষা করাতে পারবে। এছাড়াও মাস্কাটে গাড়ি পার্কিংয়ে এবং সালালাতে কার্গো টার্মিনালেও যাত্রীরা পিসিআর পরীক্ষা করাতে পারবে। বিমানবন্দরে পিসিআর পরীক্ষার জন্য যাত্রীদের খরচ পরবে ১৯ ওমানি রিয়াল। যার ফলাফল ২৪ ঘন্টার মধ্যেই পাবে যাত্রীরা।
ওমানের সকল বিমানবন্দরে যাত্রীদের স্বাস্থ্য ও সুরক্ষা মেনে চলার জন্য একটি তালিকা প্রদান করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এতে যাত্রীদের অনুরোধ করা হয়েছে বিমানবন্দরে মুখোমুখি কথাবার্তা না বলার জন্য। এছাড়াও যাত্রীদের যাত্রাপথের আনুষ্ঠানিক সময়ের কমপক্ষে তিন থেকে চার ঘন্টা আগে বিমানবন্দরে আসতে বলা হয়েছে।
করোনাভাইরাসের লক্ষণ দেখা দিলে যাত্রীদের ভ্রমণ না করতে অনুরোধ করেছে ওমান বিমানবন্দর কর্তৃপক্ষ। লক্ষণ দেখা দিলেই পিসিআর পরীক্ষা করাতে বলা হয়েছে। এছাড়াও বিমানবন্দরে ভ্রমণকারীদের অবশ্যই মাস্ক পরিধান করতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আরো পড়ুনঃ ওমানে চাকরীর সুযোগ
কর্তৃপক্ষ আরো জানিয়েছে, “প্রতি চার ঘন্টা অন্তর মাস্ক বদলাতে হবে, সুতরাং বিমানবন্দরের আসার সময় যাত্রীদের পর্যাপ্ত মাস্ক নিয়ে আসার জন্য বলা হয়েছে। সেইসাথে বিমানবন্দর টার্মিনালের ভিতরে অবশ্যই যাত্রীর সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।
চেক-ইন পয়েন্টগুলোতে যাওয়ার সময় ফোন বা অন্য প্রয়োজনীয় ব্যবহার সামগ্রী হাতে না রাখার অনুরোধ জানানো হয়েছে। সকল নাগরিককে ঘন ঘন হাত ধোঁয়া ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার জন্যও অনুরোধ করা হয়েছে।
আরো পড়ুনঃ বৈধভাবে কানাডা যাবেন যেভাবে
চোখ, নাক বা মুখে হাত না লাগানো, হাঁচি বা কাশির সময় হাতের কনুই ব্যবহার করা ও সকল ধরণের হ্যান্ডশেকিং বা অন্যান্য অঙ্গভঙ্গির মাধ্যমে অন্য ব্যক্তিদের সাথে যোগাযোগ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post