যুক্তরাষ্ট্রের ফাইজার বায়োনটেক কোম্পানির তৈরি করোনা ভ্যাকসিন আমদানির লাইসেন্স দিলো ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ (মঙ্গলবার) দেশটির স্বাস্থ্য অধিদফতর, ওমানের ফার্মেসি ও ড্রাগ কন্ট্রোলের জেনারেল অধিদফতরকে এই ভ্যাকসিন আমদানির জন্য লাইসেন্স প্রদান করেছে। করোনায় আক্রান্ত ব্যক্তি এবং ১৬ বছর বা তার বেশি বয়সের রোগীদের জরুরি ভাবে ভ্যাকসিন প্রয়োগের জন্য এই লাইসেন্স দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। খবর, রয়টার্স
দেশটির সরকারী যোগাযোগ কেন্দ্র (জিসি) জানিয়েছে, “ফাইজার বায়োনটেক কোম্পানি গত নভেম্বর তাদের তৈরি করোনা ভ্যাকসিনটি অনুমোদন পায়। এর পর থেকেই এই ভ্যাকসিন নেওয়ার জন্য যোগাযোগ চালিয়ে যাচ্ছিল ওমান।
এই ভ্যাকসিনটি যুক্তরাজ্য এবং কানাডার স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং যুক্তরাষ্ট্রের খাদ্য ও ড্রাগ প্রশাসন কর্তৃক অনুমোদিত। কোম্পানি প্রায় ৩৮ হাজার করোনা রোগীর ওপর এই ভ্যাকসিনটির ক্লিনিকাল স্টাডি চালিয়েছে। এই ভ্যাকসিনটি রোগীদের তিন সপ্তাহের ব্যবধানে দুই ডোজ প্রয়োগ করার জন্য বলা হয়েছে।
আরো পড়ুনঃ ওমানে চাকরীর সুযোগ
এদিকে চলতি মাসের শেষ দিকে করোনার ভ্যাকসিন পাচ্ছেন কাতারের স্থানীয় নাগরিক ও অভিবাসীরা। সোমবার দেশটির স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টা ড. আব্দুল ওহাব স্থানীয় গণমাধ্যমকে এটি নিশ্চিত করেন। টিকা দেয়ার ঘোষণায় উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা।
ডিসেম্বরের শেষ নাগাদ দেশটির নাগরিকরা করোনার ভ্যাকসিন পাচ্ছেন বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টা ড. আব্দুল ওহাব। স্থানীয় নাগরিকদের পাশাপাশি অভিবাসীরাও এই ভ্যাকসিন পাবেন। এতে খুশি প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসী বাংলাদেশিরা জানান, কাতার সরকার অনেক সুন্দরভাবে ভ্যাকসিনের বিষয়টি দেখছেন। এখানে সব দেশের মানুষকে সমানভাবে গুরুত্ব দিচ্ছেন।
আরো পড়ুনঃ বৈধভাবে কানাডা যাবেন যেভাবে
এদিকে, ঋতু পরিবর্তনের কারণে ঠান্ডা, জ্বর বা কাশি হলে আতঙ্কিত না হয়ে, ভিটামিনযুক্ত খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন কাতারে কর্মরত বাংলাদেশি চিকিৎসক ডা. মাহফুজুল কারিম জামসেদ। তিনি বলেন, জ্বর, সর্দি ও কাশি মানে করোনা, এটা কিন্তু ঠিক না।
যদি ঠান্ডা লাগে তাহলে গরম পানি ও ভিটামিন জাতীয় খাবার খাবেন। আর যদি কারো শ্বাসকষ্ট দেখা যায়, তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। কাতারে আগামী বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হবে। এ ক্ষেত্রে বয়স্ক, জটিল রোগে আক্রান্ত, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী ও করোনায় আক্রান্ত রোগীদের প্রাধান্য দেয়া হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post