ওমানের সোহার থেকে আবুধাবির সাথে দ্রুতগতির রেলওয়ে নেটওয়ার্ক বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এখানে যাত্রীবাহী ট্রেনগুলো ঘন্টায় দুইশত কিলোমিটারের বেশি গতিতে আবুধাবি থেকে সোহারে পৌঁছাবে মাত্র ১০০ মিনিটে।
আর সোহার থেকে ছেঁড়ে আল আইনে পৌছতে লাগবে মাত্র ৪৭ মিনিট। এই রেল সংযোগের মাধ্যমে দুই দেশের ব্যবসা বাণিজ্য এবং যাতায়াত ব্যবস্থার এক বৈপ্লবিক উন্নয়ন ঘটবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আসইয়াদ গ্রুপের সিইও ইঞ্জিনিয়ার আবদুল রহমান বিন সালেম আল হাতমি রেল প্রজেক্টের বিস্তারিত তুলে ধরতে গিয়ে বলেন, এই রেলপথে আড়াই কিলোমিটার দীর্ঘ ২ টি টানেল এবং ৩৬ টি ব্রিজ থাকবে। পাশাপাশি এর বাস্তবায়ন পরিকল্পনাও যথেষ্ট মসৃণ এবং পরিবেশবান্ধব।
এর আগে এপ্রিলের শেষের দিকে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক ওমানের সুলতান হাইথাম বিন তারিকের বৈঠকের পর রেল প্রকল্প বাস্তবায়নের সব বাঁধা দূর হয়।
দ্বিপক্ষীয় এই বৈঠকের পর ওমান ও আমিরাতের মধ্যে যেসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। তারমধ্যে ছিলো রেলওয়ে চুক্তি। সেই রেলওয়ে চুক্তির মাধ্যমেই শিগগির দুই দেশ বহুল কাঙ্ক্ষিত রেলপথে যুক্ত হতে যাচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post