ইসরায়েল-হামাস যুদ্ধের ছয় মাসের বেশি পার হওয়ার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ শীর্ষস্থানীয় ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে ক্রমেই বেশি উদ্বিগ্ন হয়ে পড়ছেন তেল আবিবের কর্মকর্তারা।আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এ পরোয়ানা জারি করতে পারেন।
ইসরায়েলের সেনাবাহিনী ও কর্মকর্তাদের বিরুদ্ধে জাতিসংঘের শীর্ষ আদালতের সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ ভাষায় একটি পোস্ট দেন নেতানিয়াহু। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ও বলেছে, আইসিসির পদক্ষেপ নিয়ে প্রকাশিত খবরাখবরের ওপর তারা নজর রাখছে।
বিশ্বে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও আগ্রাসন চালানোর মতো নৃশংসতম কর্মকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের সম্মুখীন করার সর্বশেষ আশ্রয়স্থল হিসেবে ২০০২ সালে প্রতিষ্ঠিত হয় স্থায়ী আদালত আইসিসি।
এর উদ্দেশ্য হলো বিশ্বে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও আগ্রাসন চালানোর মতো নৃশংসতম কর্মকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের সম্মুখীন করা। যে রোম সনদের ভিত্তিতে আইসিসি প্রতিষ্ঠিত হয়, তা গ্রহণ করা হয় ১৯৯৮ সালে।
৬০টি দেশের সমর্থনের পর ২০০২ সালের ১লা জুলাই থেকে কাজ শুরু করে আন্তর্জাতিক এ আদালত। জাতিসংঘের সাধারণ পরিষদ আইসিসিকে অনুমোদন দিলেও এ আদালত মূলত স্বাধীন।
নিজস্ব পুলিশ বাহিনী না থাকায় আইসিসি সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তারে সদস্যদেশগুলোর ওপর নির্ভর করে থাকে। এমন ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে এটি এক বড় বাধা।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লিখেছেন- ইসরায়েল তার আত্মনিয়ন্ত্রণের সহজাত অধিকার ক্ষুণ্ন করে- আইসিসি’র এমন কোনো চেষ্টা মেনে নেবে না।
যদিও আইসিসি’র নির্দেশ ইসরাইলের কর্মকাণ্ডে প্রভাব ফেলবে না, তবু এটি এক বিপজ্জনক নজির সৃষ্টি করবে। এরপর ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় গত রোববার বলেছে, আদালত ইসরাইলের জ্যেষ্ঠ রাজনীতিক ও সামরিক কর্মকর্তাদের গ্রেফতারের নির্দেশ দিতে পারে- এমন ‘সব গুজব’ সম্পর্কে বিদেশি মিশনগুলোকে অবগত করেছে তারা।
তবে এ গুজবের সূত্র সম্পর্কে মন্ত্রণালয় কিছু জানায়নি। এপি’র এক ই-মেইল বার্তায় এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে আদালতের প্রসিকিউশন দফতর।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post