এবার চাঁদে যাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের এই চন্দ্রযাত্রা শুরু হবে আগামী শুক্রবার (৩ মে)। দেশটির পতাকাখচিত প্রথম কোনো মহাকাশযানের চন্দ্রযাত্রায় সহায়তা করছে চীন। পাকিস্তানের সংবাদ ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজি (আইএসটি) মঙ্গলবার জানায়, পাকিস্তানের এই চন্দ্র মিশনের নাম দেওয়া হয়েছে আইকিউব-কিউ।
আগামী ৩ মে শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে ঐতিহাসিক এই চন্দ্র মিশন চাঁদের উদ্দেশ্যে যাত্রা করবে। এ জন্য ব্যবহার করা হবে চীনের তৈরি চ্যাং’ই-৬ চন্দ্রযান। চীনের হাইনান প্রদেশের উৎক্ষেপণকেন্দ্র থেকে এটি যাত্রা শুরু হবে।
চীনের সাংহাই ইউনিভার্সিটি ও পাকিস্তানের জাতীয় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘সুপারকো’র সহযোগিতায় ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজি ‘আইকিউব-কিউ’ স্যাটেলাইটটি তৈরি করেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। স্যাটেলাইটটিতে দুটি অপটিক্যাল ক্যামেরা সংযুক্ত করা হয়েছে, যা দিয়ে চন্দ্রপৃষ্ঠের ছবি তোলা যাবে।
প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে ‘আইকিউব-কিউ’কে এরই মধ্যে চ্যাং’ই-৬ রকেটের সঙ্গে একীভূত করা হয়েছে। চ্যাং’ই-৬ হলো চীনের ধারাবাহিক চন্দ্রাভিযানের ৬ নম্বর মিশন।
আইএসটির অফিশিয়াল ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফরমগুলোতে পাকিস্তানের চন্দ্রাভিযানের উৎক্ষেপণের বিষয়টি সরাসরি সম্প্রচার করা হবে।
চন্দ্রযানটি চাঁদের অদেখা পৃষ্ঠে অবতরণ করবে এবং সেখান থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরে আসবে।
এর আগে, গত বছরের আগস্টে বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারতের চন্দ্রযান প্রথমবার চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। এটি ছিল উপমহাদেশের প্রথম কোনো দেশের চাঁদে মিশন পাঠানো। উপমহাদেশের দ্বিতীয় দেশ হিসেবে চাঁদে মিশন পাঠাতে যাচ্ছে পাকিস্তান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post