ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের কাছে অবস্থিত মাউন্ট রুয়াং আগ্নেয়গিরি থেকে আবারও অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল থেকে ওই আগ্নেয়গিরি লাভা উদ্গিরণ শুরু করে এবং পরে আশপাশে এর ছাই ছড়িয়ে পড়ায় সর্বোচ্চ সতর্কতা জারি করে কর্তৃপক্ষ।
এমন পরিস্থিতিতে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে মানাডো প্রদেশের স্যাম রাতুলাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর।
ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি এবং ভূতাত্ত্বিক বিপদ প্রশমন (পিভিএমবিজি) বিভাগ তাদের ওয়েবসাইটে, স্থানীয় অধিবাসীদের আগ্নেয়গিরির কাছাকাছি না যাওয়ার অনুরোধ করেছে।
তাদের উচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। এর আগে এই সতর্ক সংকেত ৩-এ নামিয়ে আনা হয়। কিন্তু মঙ্গলবার আবারও চার নম্বর সতর্ক সংকেত দেয়া হয়েছে।
জানা গেছে, উত্তর সুলাওয়েসি প্রদেশের রুয়াং দ্বীপে ৮০০ জনেরও বেশি বাসিন্দা রয়েছেন। এই মাসের প্রথম সপ্তাহে অগ্ন্যুৎপাত শুরু হলে তাদের বেশিরভাগকে সরিয়ে নেয়া হয়।
তবে মঙ্গলবার আরও কতজনকে সরিয়ে নেয়া হয়েছে, তা এখনও জানা যায়নি।
রাষ্ট্র পরিচালিত এয়ার ট্রাফিক কন্ট্রোল প্রোভাইডার ‘এয়ারন্যাভ ইন্দোনেশিয়া’ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রুয়াংয়ের লাভা উদ্গিরণের কারণে কর্তৃপক্ষকে ১০০ কিলোমিটারেরও বেশি দূরের প্রাদেশিক রাজধানী মানাডোতে অবস্থিত স্যাম রাতুলাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর আবার বন্ধ করতে হয়েছে।
মানাডো থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত আগ্নেয়গিরি থেকে লাভা উদগিরণের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post