পরিবারের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ এনেছেন মোহাম্মদ ইলিয়াস নামে এক প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী। সোমবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে বসবাসরত এ প্রবাসী বাংলাদেশী গণমাধ্যম কর্মীদের কাছে এ অভিযোগ জানান।
ঘটনার বিবরণে প্রবাসী মোহাম্মদ ইলিয়াস জানান, তার বাড়ী চট্টগ্রামের কর্ণফুলি থানার বোরটন ইউনিয়নের মধ্যমশাহ মিরপুর ৬ নং ওয়ার্ডে। সে দীর্ঘদিন ধরে প্রবাসে ব্যবসা-বাণিজ্য করে আসছেন।
বেশ কিছুদিন থেকে স্থানীয় এক প্রভাবশালী ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা তার কাছে ২০ লক্ষ টাকা চাঁদা দাবী করেন।
চাঁদা না দিলে বাড়িঘর ছেড়ে তার পরিবারকে অন্যত্র চলে যেতে বলেন। অন্যথায় বিনামূল্যে সেই চেয়ারম্যানের নামে বসতভিটা লিখে দিতে বলেন।
ইলিয়াস এতে কর্ণপাত না করায় তার বাড়ির চারিপাশে বড়ই কাটা দিয়ে ঘিরে রাখেন সন্ত্রাসীরা। এতে ইলিয়াসের পরিবার বেশ কয়েকদিন ধরে ঘর বন্দী হয়ে পড়েন।
বিষয়টি চরম আকার ধারণ করলে ইলিয়াসের কলেজ পড়ুয়া ছেলে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানায়। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে সন্ত্রাসীরা।
সন্ত্রাসীদের গডফাদার হিসেবে খ্যাত স্থানীয় ইউপি চেয়ারম্যানের নির্দেশে সন্ত্রাসী মাহমুদুল হক, দিদারুল আলম, মোহাম্মদ ইদ্রিসের নেতৃত্বে ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে তার পরিবারের উপর হামলে পড়ে।
এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসের পরিবারের বিভিন্ন সদস্যকে উপর্যুপরি কোবাতে থাকে। এতে তার এইস এস সি পরীক্ষার্থী মেয়ে উম্মে হাবিবা মুক্তা (১৮), স্ত্রী শাহানুর আক্তার (৩৫), ছেলে আনোয়ারা সরকারি কলেজের ডিগ্রী পরীক্ষার্থী এনামুল হক (২৪) এবং তার বড় ভাই মোঃ হারুন (৬৫) গুরুতর আহত হয়। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসারত অবস্থায় রয়েছে।
এই ঘটনায় স্থানীয় কর্ণফুলী থানায় মামলা করার জন্য গেলে পুলিশ বিষয়টি মামলা হিসেবে না নিয়ে প্রাথমিক অভিযোগ হিসেবে গ্রহণ করে। ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে প্রবাসী পরিবারটি।
প্রবাসী ইলিয়াস জানান, এই ঘটনার পরও সন্ত্রাসীরা অনবরত প্রাণ নাশের হুমকি দিয়ে যাচ্ছে। প্রভাবশালী চেয়ারম্যান তাদেরকে নানাভাবে ইন্ধন এবং আশ্রয় প্রশ্রয় দিচ্ছে।
বর্তমানে তারা নিরাপত্তাহীনতার কারণে পালিয়ে চট্টগ্রাম শহরে অবস্থান করছে। এমতাবস্থায় ইলিয়াস প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী, প্রবাসী হেল্পডেস্ক ও চট্টগ্রাম স্থানীয় প্রশাসনের কাছে তার পরিবারের জানমালে নিরাপত্তায় সহযোগিতা ও অপরাধীদের বিচার চেয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post