ভারতে চলছে লোকসভা নির্বাচন। নির্বাচনী প্রচারে বিরোধী দল কংগ্রেসের ইশতেহার নিয়ে আক্রমণ করতে গিয়ে মুসলিমবিদ্বেষী প্রসঙ্গ উত্থাপন করছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভাষণে মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধি নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। ভারতীয় প্রধানমন্ত্রীর এমন মন্তব্যর এবার কড়া জবাব দিয়ছেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) দলের প্রধান এবং হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি।
তিনি দাবি করেছেন, ভারতের মুসলিমরা জন্ম নিয়ন্ত্রণে অন্যদের চেয়ে এগিয়ে। তারাই সবচেয়ে বেশি কন্ডোম ব্যবহার করেন।
মূলত সাম্প্রতিককালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন নির্বাচনী জনসভা থেকে মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধি নিয়ে বিতর্কিত ও ইঙ্গিতপূর্ণ নানা মন্তব্য করেন।
আর এই কারণে মোদির বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তুলেছেন বিরোধীরা। আর সেটির জবাব দিতে গিয়ে ওয়াইসি ওই দাবি করেন।
মোদির সমালোচনা করে এআইএমআইএম প্রধান ওয়াইসি অভিযোগ করেছেন, ধর্মের ভিত্তিতে দুই সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষের দেওয়াল তৈরি করছেন নরেন্দ্র মোদি।
পাশাপাশি চ্যালেঞ্জের সুরে ওয়াইসি দাবি করেন, দেশের জনসংখ্যা বৃদ্ধির নেপথ্যে মুসলিমদেব অবদানের যে ধারণা গড়ে তোলা হচ্ছে, তা মিথ্যা। এই নিয়ে তিনি মোদি সরকারেরই তথ্যকে উদ্ধৃত করেন।
হায়দ্রাবাদের বিদায়ী এই সংসদ সদস্য ও চলমান লোকসভা নির্বাচনের প্রার্থী ওয়াইসি বলেন, ‘কেন আপনি (নরেন্দ্র মোদি) এমন ভীতিপূর্ণ ধারণা তৈরি করছেন যে- মুসলিমরা বেশি সন্তানের জন্ম দেয়?
মোদি সরকারেরই তথ্য বলছে- জন্মের হার এবং জনসংখ্যার নিরিখে মুসলিমরা পিছিয়ে আছে। মুসলিমরাই সবচেয়ে বেশি কন্ডোম ব্যবহার করে। আর এটা বলার মধ্যে কোনও লজ্জা নেই।’
মোদির সমালোচনা করে ওয়াইসি অভিযোগ করেন, দলিত এবং মুসলিমদের প্রতি অকারণে ঘৃণার সঞ্চার করছেন প্রধানমন্ত্রী।
ওয়াইসি বলেন, ‘একটা দেশের প্রধানমন্ত্রী বলছেন- জনসংখ্যার ১৫ শতাংশ হলো অনুপ্রবেশকারী। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না।’
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মোদি দাবি করেছেন, বিরোধীরা যদি সরকারে আসে, তাহলে তারা সাধারণ মানুষের সম্পত্তি ছিনিয়ে নিয়ে তা ‘অনুপ্রবেশকারীদের’ মধ্যে বিলিয়ে দেবে।
কয়েকদিন আগেই রাজস্থানের বাঁশওয়ারাতে এক নির্বাচনী জনসভা থেকে মোদি বলেন, ‘কংগ্রেস এর আগে বলেছিল- দেশের সম্পদের ওপর প্রথম অধিকার রয়েছে মুসলিমদের।
তাহলে তারা যদি এখন সম্পত্তি পুনর্বণ্টন করে, তাহলে কাদের তা দেবে? এটা তাদেরকে দেওয়া হবে যাদের সন্তানের সংখ্যা বেশি। এই সম্পত্তি অনুপ্রবেশকারীদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে।
আপনাদের কষ্টার্জিত ধন কি এভাবে অনুপ্রবেশকারীদের বিলিয়ে দেওয়া যায়?’ নরেন্দ্র মোদির এই মন্তব্য ঘিরে ভারতের জাতীয় রাজনীতিতে জোর বিতর্ক শুরু হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post