মুসান্দামের খাসাবে আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে প্রবাসীদের কনস্যুলার সেবা দিয়েছে ওমানের বাংলাদেশ দূতাবাস।
শুক্রবার থেকে রোববার পর্যন্ত দূতাবাসের কাউন্সেলর রওশন আরা পলি এবং লেবার কাউন্সেলর রাফিউল ইসলামের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ টিম প্রায় ৪ শ প্রবাসীকে এই সেবা দেয়।
আর দুয়ারের কাছে কাঙ্ক্ষিত সেবা পেয়ে সন্তুষ্ট প্রান্তিক এবং মূল জনপদ থেকে বিচ্ছিন্ন থাকা প্রবাসীরা।
এবারের সেবা পর্বে পুরাতন এনরোলম্যান্ট করা এম আর পি ও ই পাসপোর্ট মিলে মোট ১৪০ টি পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয়।
এছাড়া নতুন করে আরো প্রায় ২০০ টি ই-পাসপোর্ট এবং ৮৫ টি এম আর পি এনরোলম্যান্ট সম্পন্ন করা হয়।
এর পাশাপাশি আইনি সহায়তাসহ বেশ কিছু ডকুমেন্টস সত্যায়ন এবং এনওসিও ইস্যু করা হয়েছে। সফরে প্রতিবারের মতো এবারও হুন্ডির ক্ষতিকর দিক তুলে ধরে বৈধপথে রেমিট্যান্স পাঠানোর জন্য প্রবাসীদের কাছে জোর দাবি জানিয়েছেন কাউন্সেলর রওশন আরা পলি।
এদিকে, ঘরের দুয়ারে সেবা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রবাসীরাও। খাসাবের প্রবাসী কমিউনিটি নেতা শরীফুল ইসলাম প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ায় রাষ্ট্রদূত ও টিম সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
যেহেতু খাসাব মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন তাই প্রতি ৩ মাসে কন্সুলার টিমের অন্তত একটি সফর যেন নিশ্চিত করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post