অর্থ আত্মসাৎ এবং দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় মার্কেন্টাইল ব্যাংকের সাবেক এমডিসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
রোববার (২৮ এপ্রিল) ঢাকার সিনিয়র বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই আদেশ দেন। এদিন আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে বিচারক তাদের বিরুদদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া আসামিরা হলেন মার্কেন্টাইল ব্যাংকের সাবেক এমডি মো. হাবিবুর রহমান, কাজী ফরহাদ হোসেন ও কাজী জাহিদ হাসান।
জানা গেছে, দুদকের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম বিগত ২০১৮ সালের ৫ ডিসেম্বর বাদী হয়ে মামলাটি করেন। পরে দুদক তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে ঢাকার আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post