নিয়ন্ত্রণের দ্বারপ্রান্তে ওমানের মহামারী করোনা পরিস্থিতি। দেশটিতে দিনদিন বাড়ছে সুস্থের সংখ্যা এবং কমছে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ৩ দিনে দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা ৫৭১ জন হলেও সুস্থের সংখ্যা ৭২১ জন। রবিবার ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে এখন পর্যন্ত সর্বমোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ২৪০ জন এবং মৃতের সংখ্যা ১ হাজার ৪৭১ জন।
অপরদিকে দেশটিতে এখন পর্যন্ত সর্বমোট সুস্থের সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৪৮ জন। যা মোট আক্রান্তের ৯৩.৫ শতাংশ রোগী এখন সুস্থ। গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মাত্র ১০ জন।
আরো পড়ুনঃ বৈধভাবে কানাডা যাবেন যেভাবে
এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ১১৫ জন। যাদের মধ্যে আশংকাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউতে) রয়েছেন ৫৭ জন। চলতি মাসের মধ্যেই করোনা ভ্যাকসিন সংগ্রহে জোর চেষ্টা চালাচ্ছে ওমান সরকার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post