এখন সোশ্যাল মিডিয়ার যুগ। লাইখ কমেন্ট ফলোয়ার থাকলেই অনেকে নিজেকে হিরু মনে করেন। বাস্তব জীবনে সে অনুকরণীয় না হলেও লাইক ফলোয়ারের জোড়ে অনেক অনলাইন হিরু হয়ে যান।
অনেকে আবার অটো লাইক কমেন্ট নিয়েও নিজেকে হিরু ভাবতে শুরু করেন। এ অটো লাইক কমেন্টের বিষয়ে ইসলামের বিধান কী?
ফেইসবুকের অটো লাইক বা অটো ফলোয়ার সম্পর্কে আমরা যতটুকু জানি, আসলে সেটা অনেকটা প্রতারণার নামান্তর।
কেননা এখানে আপনার কন্টেন্ট কে অনেক গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরা হয় যা বাস্তবসম্মত নয়। আবার যারা আপনার বিষয়বস্তুর সাথে একমত নন কিন্তু আপনি যেই ওয়েবসাইটের মাধ্যমে এসব ফলোয়ার কিংবা লাইক কুড়িয়েছেন তারা মূলত সেখানে থাকা কোনো কিছুতে লাইক করেছেন যা ওয়েবসাইটগুলো আপনাদের সাথেও শেয়ার করেছে।
এর মাধ্যমে আসলে যারা আপনাকে ফলো করছে না কিংবা আপনার পোস্ট, কমেন্ট লাইক করছে না স্বয়ংক্রিয়ভাবে তাদের কাছ থেকেও আপনি লাইক পাচ্ছেন যারা সম্পূর্ণরূপে ধোঁকা।
সহিহ মুসলিমের ১৪৬ ও ১৪৭ হাদিসে বর্ণিত হয়েছে –
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, مَن غشَّنا فليس منا/مَنْ غَشَّ ، فَلَيْسَ مِنِّي অর্থ, যে ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। কাজেই প্রতারণার আশ্রয়ে সামান্য ফলোয়ার বা লাইক বাড়ানোর এসব অসুস্থ প্রতিযোগিতায় শামিল হওয়া একজন মানুষের জন্য কোনোক্রমেই শোভনীয় নয়। আল্লাহ তায়ালা আমাদের সহিহ বুঝ দান করুন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post