সুদের টাকার জন্য মা ও ছেলেকে কুপিয়ে জখম করেছে একই এলাকার মোস্তফা খাঁ নামে এক ব্যক্তি।
শনিবার (২৭ এপ্রিল) রাতে চাদপাই ইউনিয়নের কানাইনগর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগীরা জানায়, বছর খানের আগে মোংলা উপজেলার কানাইনগর এলাকার মোস্তফা খাঁর কাছ থেকে ৫ হাজার টাকা সুদের ওপর ঋণ নেয় একই এলাকার শেখর ও তার মা বিমালা গোলদার।
সুদের ওপর ঋণ নেয়া ওই ৫ হাজার টাকার ১৫ হাজার পরিশোধ করলেও আরও ১০ হাজার টাকা দাবি করে সুদখোর মোস্তফা খাঁ। এ নিয়ে কিছু দিন ধরে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। শনিবার রাতে পুনরায় মোস্তফা খাঁর দাবি করা টাকা চাইতে গেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এ সময় মোস্তফা খাঁ, ওসমান খাঁ ও রফিকুল গাজী মিলে তাদের মা-ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। রাতেই স্থানীয়রা তাদের উদ্ধার করে মোংলা হাসপাতালে ভর্তি করে। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে।
মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হোসাইন ইবনে মোস্তাফিজ বলেন, ‘শনিবার রাতে আহত অবস্থায় দুজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে ২৪ ঘণ্টা চিকিৎসা চলার পর বোঝা যাবে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেয়া লাগবে কিনা।’
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ‘কানাইনগর এলাকায় টাকার লেনদেন নিয়ে দুই পক্ষের হামলার ঘটনা ঘটেছে। দুইজন হাসপাতালে ভর্তি আছে, তবে এখনও কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post